প্রথম পাতা

কবিগুরুর জন্মবার্ষিকিতে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিল গড়িয়ার বালিয়া ফ্রেন্ডস ক্লাব

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মে ২০২০ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকি গড়িয়া স্টেশনের বালিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পালিত হল। ক্লাব সংগঠনের উদ্যোগে এক অভিনব পদ্ধতিতে পালন করা হল কবিগুরুর জন্মবার্ষিকি। এদিন ক্লাবের পক্ষ থেকে করোনার কারণ যখন গোটা রাজ্যে লকডাউন চলছে এবং খাদ্যের সঙ্কট দেখা দিচ্ছে সেই সময় ক্লাবের সদস্যরা কবিগুরুকে সম্মান জানানোর পাশাপাশি ১৫০ জনকে নিজেদের স্বার্থ অনুযায়ী খাদ্য সামগ্রী স্থানীয় পৌরমাতা পাপিয়া হালদারের উপস্থিতিতে তুলে দেওয়া হল। অনুষ্ঠানে কবিগুরুকে মাল্যদান করে সূচনা করা হয়। অনুষ্ঠানে রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার বক্তব্য

রাখতে গিয়ে বলেন, আজ ওরা বলে ওরা আমার লোক, আমি তোমাদের লোক এটা আজ আর আমায় বলতে হয়না।কারণ ওরাই আজ এগিয়ে রাখে নিজেদের কবিগুরুর এমন জন্মদিনে মানুষের পাশে শুধু চাল,ডাল,ডিম,তেল নিয়ে নয়,ভরসা আর বিশ্বাসের হাত নিয়ে।রাজনীতি অনেক সহজ হয়ে যায় যখন আমরা সবাই একটা টিম হয়ে কাজ করি।আজ সত্যি আমার ভালোলাগলো বর্তমান মানুষের অসহায় পরিস্থিতিতে এই দিনটাকে জাকঁজমম না করে আমদের টিম বালিয়া উদ্যোগ নিয়ে ১৫০ টি পরিবারের পাশে দাঁড়ালো। আমি সিনিয়র বা জুনিয়র এই টিমের সকলের কাছে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।।শেষে একটা লাইন তো লিখতেই হয় নচিকেতার গানের লাইন ধরে “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *