You cannot copy content of this page. This is the right with takmaa only

প্রেস ক্লাবে মাইক্রো ফাইন্যান্স নিয়ে “বঙ্গনিধি”র উদ্যোগে সচতনতা বাড়াতে সভা

নিজস্ব প্রতিনিধি, তকমা নিউজ, কলকাতা, ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ : বঙ্গনিধি একটি নন প্রফিট সংস্থা যার লক্ষ্য চলতি অর্থনীতি স্বচ্ছতায় মানুষকে অর্থনৈতিক প্রতারণার হাত থেকে সচেতন করা। বঙ্গনিধি বিভিন্ন রকম অন লাইন, স্ক্যান, চিটফান্ড–র সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চায় যাতে তাঁরা সাবধান ও নিরাপদ থাকতে পাবে। বঙ্গনিধি অ্যাসোসিয়েশন ক্রিপ্টো কারেন্সি শেয়ার বাজারের সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। অসাধু উপায় অবলম্বন করে বিজনেস থেকে হওয়া ক্ষতি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর শপথ নিয়েছে। “মাইক্রো ফাইন্যান্স” সংস্থাগুলিকে সঠিক পরিচালনা করা বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের আরেকটি অন্যতম সামাজিক উদ্যোগ।

অ্যাসোসিয়েশনের মেম্বাররা বা অন্যান্য “এন জি ও” যাতে কোনো ফাঁদে না আটকে সৎভাবে বিজনেস করে। ধারাবাহিক অগ্রগতির দ্বারা নিজের কোম্পানিকে একটি ব্র্যান্ড এ পরিণত করা যায় তার জ্বলন্ত প্রমাণ বন্ধন ব্যাংক। বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আওয়ারনেস প্রোগ্রাম গুলোর প্রধান মোটো হলো সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা সতর্ক থাকেন অত্যাধিক লোভের ফাঁদে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হন – এ বিষয়ে সঠিক জ্ঞান মানুষকে দেওয়া যাতে অসাধু কোম্পানি ডিরেক্টরদের কারণে পুরো সিস্টেমকেই ভুগতে না হয় তার বার্তা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া।

এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী, বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমন সরকার ও বন্ধ ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার দীপাঞ্জন গুহ সহ বাঙানিধির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *