১লা জুলাই থেকে ব্যাঙ্ক ও গ্যাস পরিষেবায় পরিবর্তন আসছে
১ লা জুলাই থেকে ব্যাঙ্ক পরিষেবা ও এলপিজি পরিষেবার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। এবার থেকে আরটিজিএস ও এনইএফটি-র ক্ষেত্রে কোনও মাসুল নিতে পারবে না ব্যাঙ্ক। ব্যাঙ্কে থাকবে না মিনিমাম ব্যালেন্সের সীমা। এস বি আই তাদের গৃহঋণের সুদ নির্ধারণ করবে আর বি আই-এর রেপো রেট অনুযায়ী। আরটিজিএস-এর ক্ষেত্রে বর্তমানে ৩০ থেকে ৫৫ টাকা চার্জ করা হয় এবং এনইএফটি-র ক্ষেত্রে ব্যাঙ্ক ২০টাকা চার্জ করা হয়। ১লা জুলাই থেকে সেই চার্জ বন্ধ হয়ে যাবে।