আন্তর্জাতিক পুরস্কৃত স্বল্পদৈর্ঘ্যের ছবি “কুর্নিশ” প্রদর্শনের মধ্যে দিয়ে ভবানীপুর দুর্গোৎসব সমিতি থীমের মধ্যে কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাবে
বিশেষ সংবাদদাতা, এবিপিতকমা, কলকাতা, ২০শে অক্টোবর ২০২০ : এবারের পুজোর তেমন একটা ধার না থাকলে ছোট করে প্রায় সকলেই কিছু না কিছু থীম করছে। তবে অধিকাংশ পুজোর থীম এবার কোভিড। একইভাবে ভবানীপুর দুর্গোৎসব সমিতি তাঁদের থীম রেখেছে “কুর্নিশ”। তাঁদের থীমের মাধ্যমে সমাজের সেই সব মানুষগুলোকে তাঁরা তাঁদের পুজোর থীমের মাধ্যমে কুর্নিশ জানাতে এগিয়ে
এসেছে। তবে একইসাথে অম্বর ভট্টাচার্য নির্দেশিত স্বল্পদৈর্ঘ্যের ছবি “কুর্নিশ” যা আন্তর্জাতিক তিনটে চলচ্চিত্র উৎসবে প্রসংশিত হয়েছে এবং পুরস্কার পেয়েছে সেই ছবি তাঁরা তাঁদের মণ্ডপে প্রদর্শিত করবে আগামী পঞ্চমী থেকে বলে জানান পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায় চৌধুরী।এই ছুবিটি সম্পূর্ণ এই কোভিড পরিস্থিতিতে লকডাউন ও আনলক অবস্থায় প্রতিটা বাড়িতে যে কমন চিত্র দেখা গেছে তা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন প্রিয়া দেবনাথ, সুমা দে, অনিরুদ্ধ হালদার, মাস্টার আহির ভট্টাচার্য, অনিল কুমার রায় (এসডিপিও, কাকদীপ) ও রাজদীপ সরকার। ছবির গান ও সুর দিয়েছেন প্রতীক কর্মকার এবং কাহিনী রচনায় ছিলেন গীতিকার শ্যামল সেনগুপ্ত।
আজ ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর দারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা সন্দীপ রঞ্জন বক্সি, বিদায়ী পৌরপিতা বৈশানর চট্টোপাধ্যায়, বিদায়ী পৌরপিতা অসীম বসু, মুম্বাই-এর “সাস ভি কভি বহু থী ও কাশিশ” ধারাবাহিকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রিয়া ভট্টাচার্য ও এবিপিতকমা-র সম্পাদক অম্বর ভট্টাচার্য।সরকারি বিধি নিষেধ ও আদালতের নির্দেশ মেনেই দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করেছে পুজো কমিটির সদস্যরা।