প্রথম পাতা

বুদ্ধ পূর্নিমাকে উদ্দেশ্য করে করোনা ও ঘুর্নিঝর পরিস্থিতিকে মোকাবিলা করলেন টালিগঞ্জের অরুণজ্যোতি ভিক্ষু

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২রা জুন ২০২১ : 563 খ্রীষ্টপূর্বাব্দে কপিলাবস্তু নগরের রাজকুমার সিদ্ধার্থের লুম্বিনী উদ্যানে জন্ম, 35 বছর বয়সে বুদ্ধগয়ায় বোধিসত্ব গৌতমের বোধিজ্ঞান লাভ, আশি বছর বয়সে কুশিনগরের যমক শাল বৃক্ষের নীচে মহাকারুণিক বুদ্ধের মহাপরিনিব্বান, তথাগতের জীবনের এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা। সাথে সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২৫৬৫ বুদ্ধাব্দের সূচনা।
একদিকে কোভিদ ভাইরাসের কারণে সরকারী বিধিনিষেধ, অন্যদিকে যস ঘূর্ণিঝড়ের অশনীসংকেতের মধ্যে বৌদ্ধরা সামাজিক সেবাকাজের মাধ্যমে বুদ্ধ পূজার নৈবেদ্য নিবেদন করেন। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দিনটি পালিত হলো কোভিড এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ কমাতে বুদ্ধ পূর্ণিমার পুরোলগ্ন পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের ত্রিপিটক পাঠের সাথে করোনা যোদ্ধা এম. আর. বাঙুর হাসপাতালের ডাক্তার ও নার্সদের পিপিই কিট, পুলিশদের কোভিদ সংক্রমণ এড়াতে রিজেন্ট পার্ক থানার সকলকে উপহার সামগ্রী, ৩০০ জন গরীব মানুষকে মার্ক্স, স্যানিটাইজার, ফেস শিল্ড, ও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়ে।

ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ২৫৬৫ তম বুদ্ধ পূর্ণিমা কমিটির প্রধান আহ্বায়ক ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু জানান, ২০১৭ সাল থেকে ধর্মতলার রাণী রাসমণি রোডে পশ্চিমবঙ্গের পাহাড় ও সমতলের বৌদ্ধরা বড় অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিবছর দিনটি পালন করেন। কিন্তু কোভিদ কারণে প্রত্যেক বৌদ্ধ সংগঠন বুদ্ধ পূজার অর্থ দিয়ে সমাজ সেবার মাধ্যমে ভগবান বুদ্ধের পবিত্র জন্মদিন পালন করছেন।
আলিপুর অশোক বিহার, উত্তরবঙ্গের শিলিগুড়ির বুদ্ধ ভারতী, বা আলিপুরদুয়ার হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহার সহ অনেক বুদ্ধ মন্দিরে ভক্তদের পায়সান্ন বিতরনের মাধ্যমে উদযাপন করেন।
আবার মধ্য কলকাতার ধর্মাংকুর সভা, আনন্দপালিত বিদর্শন শিক্ষা কেন্দ্র সহ অনেক বৌদ্ধরা ভার্চুয়াল মিটিংয়ে বুদ্ধ জীবন ও আদর্শ আলোচনা করেন।
জাতিসংঘের ইউনেস্কো ১৯৯৯ সাল থেকে বুদ্ধ পূর্ণিমার দিনটিকে ‘বেশাখ ডে’ হিসেবে পালন করে আসছে। পশ্চিমবঙ্গে এইদিনে সরকারী ছুটি থাকলেও কেন্দ্রীয় সরকার বুদ্ধ পূর্ণিমাকে এন.আই. এক্ট এ সরকারি দাবী জানান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের আমন্ত্রিত সদস্য ডক্টর ভিক্ষু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *