প্রথম পাতা

সোনারপুর উত্তরে বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে প্রতিদিন ৫০০০ মানুষের করোনা ভ্যাকসিন শুরু হল

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৩শে জুন ২০২১ : আজ থেকে সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে ও তৎপরতায় ৫০০০ মানুষের জন্য করোনা ভ্যাকসিনের কাজ শুরু হল। মহামায়াতলা, গড়িয়া, বোড়ালে পুরসভার অফিস ও রানিয়া এবং ৫ নং ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ভ্যাকসিনের কাজ শুরু করলেন বিধায়ক নিজের হাতে চলবে সকাল ১০টা থেকে ৫টা।

৪৫ বছরের উর্ধের মানুষদের আধার কার্ড দেখিয়ে আগে কুপোন দেওয়া হচ্ছে এবং তারপর লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। গড়িয়া পুরসভার অফিস থেকে আজ প্রায় ১০০০ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে যে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে সেখান থেকেও ২৫০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এভাবেই প্রতিদিন মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন বিধায়ক ফিরদৌসী বেগম। এছাড়াও তিনি কিছুদিনের মধ্যে চালু করছেন ভ্যাকসিন অন হুইল এবং প্রতি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন ক্যাম্প চালু করবেন।

এব্যাপারে বিধায়ক ফিরদৌসী বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে করোনার মোকাবিলা করতে ভ্যাকসিন নেওয়ার কথা বলেছেন আর তাই মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে যাতে সোনারপুর উত্তরকে করোনামুক্ত করা যায়।গড়িয়া পৌরসভা অফিসে রাজপুর সোনারপুর পৌরসভার ১,২,৩,৪ ও ৬ নং-এর বাসিন্দাদের ভ্যাকসিন চলছে এবং ৫ নং ওয়ার্ডে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ৫ ও ৭ নং ওয়ার্ডের ভ্যাকসিনের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *