গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন বাড়িতে ফিরেলন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৯শে অক্টোবর ২০১৯ : অমিতাভ বচ্চন আমরা সবাই জানি বিগ-বি হিসাবে বলিউডের শাহেনশা ৭৭ বছর বয়সে হঠাৎই লিভার জনিত রোগে গুরুতর অসুস্থ্য হয়ে মুম্বাই-এর এক হাসপাতালে ভর্তি।অমিতাভ বচ্চনের অভিনয় ও কন্ঠস্বরে গোটা বিশ্ব মুগ্ধ।
হেপাটাইটিস বি হওয়াতে অমিতাভের লিভারের ৭৫ শতাংশ আর কাজ করছে না। ১৯৮৩ সালে কুলি সিনেমায় এক মারাত্বক দুর্ঘটনার পর থেকেই এই সমস্যা দানা বেঁধেছে তাঁর শরীরে।সেই সময় তাঁর শরীরে দুষিত রক্ত ট্রান্সফিউশন করা হয়েছিল। তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা ও ব্যালেন্সড ডায়েটের জেরে এত বছর কাজ করে যাচ্ছেন তিনি। প্রথমে রুটিন চেক আপের জন্য মঙ্গলবার রাত দুটোয় ভর্তি হলেও এখন খুবই গুরুতর অবস্থা।তিনদিন হল নানাবতী হাসপাতালে তিনি ভর্তি হলেও শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় পুত্র অভিষেক ও স্ত্রী জয়া তাঁকে হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে আসেন, এখন বিশ্রামে। লিভার ট্রান্সপ্ল্যান্টও করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে হাসপাতালে ভর্তি থাকলেও তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন। করওয়া চৌত-এর দিন তিনি হাসপাতাল থেকেই স্ত্রী জয়া বচ্চনের উদ্দেশ্যে শুভেচ্ছা পোস্ট করেন।