প্রথম পাতা

কোভিডের কারণে শারীরিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে ৫৮ ওয়ার্ডে স্বপন সমাদ্দার বিজয়া সম্মেলনী উপহার দিয়ে নিদর্শন করলেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৪ঠা নভেম্বর ২০২০ : একদিকে কোভিড বেড়ে চলেছে প্রতিদিন যদিও সেই অনুপাতে মৃত্যুর হার কম। সদ্য সমাপ্ত দুর্গা পূজার পর অনেকের মনে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানের স্বাদ হয়েছিল কিন্তু পরিস্থিতিকে মাথায় রেখে তা কিভাবে করা সম্ভব ভেবে উঠতে পারছিলেন না। সেই রাস্তা দেখিয়ে দিলেন কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পারিষদ ৫৮ নং ওয়ার্ডের বর্তমান কোঅর্ডিনেটর স্বপন সমাদ্দার।ট্যাংরার শীল লেনের মাঠে স্বপন সমাদ্দারের উদ্যোগে সরকারি স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব বজায় রেখেই অনুষ্ঠিত হল ওয়ার্ডবাসীদের নিয়ে বিজয়া সম্মেলনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শবর্তী ওয়ার্ড ৫৭ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা জীবন সাহা ও ৪০ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা স্বপ্না দাস সহ ওয়ার্ডের বহু নেতৃত্ব ও বাসিন্দারা। অনুষ্ঠানে জীবন সাহা ও স্বপ্না দাসকে সম্বর্ধিত করেন ওয়ার্ড নেতৃত্বরা।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মুম্বাইয়ের বিখ্যাত গজল সঙ্গীত শিল্পী রাজু দাস, লোপামুদ্রা মিত্র, শম্পা দেব ও দেবাশিস খটিক।

আট মাস পর এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান উপহার পেয়ে ওয়ার্ডের মানুষ বেশ খুশি, বিশেষ করে রাজু দাস ও লোপামুদ্রাকে পেয়ে। এই অনুষ্ঠান নিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর স্বপন সমাদ্দার কি বলেছেন শুনুন নীচের লিঙ্ক ক্লিক করে। এই অনুষ্ঠানকে রূপায়ন করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শুনুন একবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *