যুবশক্তির মেয়াদ বাড়ানো হল সাথে বাড়লো জোনাল হেডদের ক্ষমতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই জুলাই ২০২০ : আজ সকাল ১১টায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে যুবশক্তি নিয়ে এক ভার্চুয়াল সভা হয় ফেসবুক লাইভে। গত মাসের ১১ই জুন থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয় তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধির কর্মসূচী। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে শুরু হয় “যুবশক্তি”তে যোগদান কর্মসূচী।এই যোগদানের জন্য এক মাসের মেয়াদ ছিল যা শেষ হয় ১১ই জুলাই। কিন্তু নতুন প্রজন্মের উৎসাহ দেখে সেই কর্মসূচীর মেয়াদ বাড়ানো হয়। আজকের সভার পরও যুবশক্তিতে যোগদান করা যাবে।
এই সভা থেকেই স্থির হয়ে যায় যারা এই যুবশক্তিতে গোটা রাজ্য থেকে “যুবযোদ্ধা” হিসাবে যোগদান করেছেন তাঁদের নিয়মিত মনিটরিং করবে রাজ্যের জোনাল হেডরা, অর্থাৎ ১০ জন জোনাল হেড। একইভাবে দক্ষিণ ২৪ পরগণা জেলা সহ কলকাতা ও উত্তর ২৪ পরগণার সব যুবযোদ্ধাদের মনিটরিং করবে দক্ষিণ ২৪ পরগণা জেলার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ) ও দেবরাজ চক্রবর্তী। এই দুজন শুধুমাত্র এই যুবযোদ্ধাদের নিয়ে সভা, আলোচনা, দলীয় কর্মসূচী ও দলীয় আন্দোলন এবং দলের বিভিন্ন আদর্শ নিয়ে মনিটরিং করবে। এখানে দলের অন্য কোন সংগঠন বা শাখা সংগঠনের নেতৃত্বকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এই যুবশক্তি থেকে বোঝা যাচ্ছে আগামীদিনে অভিষেক ব্যানার্জি এই যুবযোদ্ধাদের নিয়ে রাস্তায় বিভিন্ন কর্মসূচী পালন করবেন। এযেন অভিষেক ব্যানার্জির একসময় “যুবা”-র এক নতুন সংস্করণ হতে চলেছে।চতুর্থ জোনের দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে ইতিমধ্য প্রায় ৪০০০০ সদস্য যোগদান করেছে। এই ৪০ হাজার যুব যোদ্ধাকে ঠিকঠাক ভাবে মনিটরিং করতে চাইছেন অনিরুদ্ধ হালদার। তিনি বলেন আগামীদিনে এই যুবযোদ্ধাদের মধ্যে থেকে প্রতিভাবান নেতৃত্ব উঠে আসবে। এই নিরিখেই এই যুবযোদ্ধা কনসেপ্ট করা হয়েছে।