প্রথম পাতা

BREAKING NEWS: BJP-CPIM-INC গোপন আঁতাতকে ভাল চোখে দেখছে না, লিখিত চিঠি দিয়ে কারণ জানতে চাইল RSS

অম্বর ভট্টাচার্য, দেবকুমার মল্লিক, তকমা নিউজ, কলকাতা, ৭ই জুলাই ২০২৩ : গত লোকসভা নির্বাচন থেকে তৃনমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিৎকার করে দাবি করেছিলেন যে বামেরা রামেদের সাথে আঁতাত করে তৃনমূলকে পরাজিত করতে জোট বেঁধেছিল। বিরোধীরা সেই দাবিকে নস্যাৎ করে বলেছিলেন এরকম কোন আঁতাত বা জোট বলে কিছু হয় নি। কিন্তু হ্যাঁ, এরকম আঁতাত হয়েছিল যার প্রমান আমাদের হাতে এসেছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহুর্তে। দেখলে রাজনৈতিক মহলের সবার চোখ মাথায় উঠে যাবে। যদিও এই চিঠির সত্যতা যাচাই করে নি তকমা নিউজ।

ওপরের চিঠিটা ভাল করে পড়ুন, দেখুন RSS-এর Letterhead-এ পশ্চিমবঙ্গ প্রান্ত প্রচারক জলন্ধর মাহাতো ৫ই জুলাই ২০২৩ লিখছেন বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহাকে। বিষয়ঃ সিপিএম-কংগ্রেসের সাথে সিট সমঝোতা। তাতে তিনি লিখছেন “আমাদের না জানিয়ে সিপিএম এবং কংগ্রেসের সাথে যে সমঝোতার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন তাতে আমাদের সংগঠন অত্যন্ত অসন্তুষ্ট।” এরপর তিনি আরও লিখছেন, ” এই সমঝোতার ফলে নির্বাচনে আমাদের ফল নিয়ে সাংগঠনিক স্তরের নেতৃবৃন্দ যথেষ্ট সন্দিহান। আমাদের কাছে খবর ছিল সিপিয়াইএমের সাথে সমঝোতা না করলে ফল অনেকটা ভাল হত। আপনাদের এই হঠকারী সিদ্ধান্ত সংগঠন ভালভাবে নেয় নি। যত তাড়াতাড়ি সম্ভব লিখিত আকারে এই ব্যাপারে জবাব দাবি করছি আমরা।”

ভাবুন তবে কি মারাত্মক নির্বাচনী চক্রান্তের রাজনীতি চলছে এই রাজ্যে। এই বিজেপি আবার দাবি করছে জিতে এলে লক্ষ্মীরভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ করে দেবে। যারা নিজের দলের সাথে হঠকারিতা করতে পারে তারা রাজ্যের মানুষের সাথে কি করতে পারে একবার ভেবে দেখুন। এই দলের নেতৃত্বরা বারবার আদালতের দারস্থ হচ্ছে কেন এবার বুঝে নিন। সবটাই মানুষের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। বর্তমানে রাজ্য রাজনীতি এমন একটা জায়গায় এসে দাড়িয়েছে সব বিরোধীদের একটাই টার্গেট তৃনমূল কংগ্রেসকে মানুষের চোখে অপরাধী সাব্যস্ত করা আর ভোটারদের তৃনমূলের দিক থেকে নিজেদের দিকে আনা। এই চিঠি শুধুমাত্র আমাদের হাতেই এসেছে তাই আমরা প্রকাশ করলাম। অনেক বড় মাপের সংবাদমাধ্যম আছে যারা অবশ্যই আমাদের থেকে অনেক বড় মাপের কিন্তু তাদের ছাপিয়ে আমরা এই চঞ্চল্যকর তথ্য সকলের সামনে তুলে ধরতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *