রাজপুর সোনারপুরের ৩৩নং ওয়ার্ডে হৈ চৈ শিশু বিতান উদ্বোধন করলেন সাংসদ মিমি
অমিয় দে, এবিপিতকমা, সোনারপুর, ১০ই মার্চ ২০২০ : করোনা ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকার বার্তা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ বোড়ালে একটি অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে উপস্থিত সকলের কাছে সাবধানে থাকার কথা বলেন তিনি৷ যে সমস্ত কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তার থেকে দুরে থাকতে পরমর্শ দেন৷ এই বিষয়ে মানুষের যাতে কোনও সমস্যা না হয় এবং কেউ যাতে কোনও সমস্যার মধ্যে না পড়েন তার জন্য হাসপাতালগুলির সাথেও কথা বলেছেন বলে সোমবার সন্ধেবেলায় জানান তিনি৷রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক পার্কের উদ্ধোধন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ সোমবার সন্ধেবেলায় এই পার্কের উদ্ধোধন করেন তিনি৷ ছোট ও বড় সবার কথা ভেবেই প্রায় ৮০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হয়েছে এই পার্ক৷ একটা সময় কার্যত জঞ্জালের স্তুপে পরিণত হয়েছিল এই এলাকা৷
পুরসভার উদ্যোগে জঞ্জাল পরিষ্কার করে সেখানে অত্যাধুনিক পার্ক তৈরি হওযায় খুশি এলাকার বাসিন্দারা৷ এলাকার মানুষের কথা ভেবে এখানে তৈরি করা হয়েছে একটি জিমও৷ এই পার্ক প্রতিদিন নিয়ম করে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ও বিকেল ৪টা থেকে রাত্রি ৮ পর্যন্ত খোলা থাকবে৷ পার্ক উদ্ধোধনে এসে এদিন বাচ্ছাদের সাথে বেশ কিছুটা সময় কাটান মিমি৷ তাদের সাথে স্লিপারে খেলতেও দেখা যায় তাকে৷ বাচ্ছাদের খেলাধুলোয় উৎসাহ দিতে তাদের হাতে চকলেটও তুলে দেন তিনি৷ সাংসদকে কাছে পেয়ে খুশি এলাকার ছোট থেকে বড় সকলেই৷