প্রথম পাতা

জন্মদিনে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৫ই জানুয়ারি ২০২০ : আজ রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন।আর সেই জন্মদিনকে আরও স্মরণীয় করতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হল স্বাস্থ্যসাথীর কার্ড। কলকাতা কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ জনসাধারণের সাথে লাইন দিয়ে তিনি নিজের স্বাস্থ্যসাথীর কার্ড নেন। পদ্ধতি অনুযায়ী তাঁর আঙ্গুলের ছাপ নিয়ে সরকারের নির্দেশ অনুযায়ী সকলের মতই তাঁর হাতেও স্বাস্থ্যসাথীর কার্ড হাতে হাতে প্রিন্ট করে দেওয়া হয়।এই হল রাজ্যের সাবলীল সার্বিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সাধারণ মানুষের সাথে নিজে সরকারি সুবিধা নেওয়ার জন্য লাইনে দাঁড়ান।

নিজেকে কখনই সেভাবে ভিআইপি মনে করেন না এবং দলের মন্ত্রীদেরও ভিআইপি ভাবতে দেন না। তাঁর কথায় সকলেই সাধারণ মানুষ, দলের কেউ প্রভাবশালী নয়। এরকম মুখ্যমন্ত্রী বাংলা এর আগে কখনই দেখে নি। এর আগেও জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে বাংলা দেখেছে কিন্তু তাদের কখনই সাধারণের সাথে লাইনে দাঁড়াতে দেখা যায় নি। এমনকি নির্বাচনের সময় তাদের জন্য থাকতো বিশেষ ব্যবস্থা যেখানে সাধারণ মানুষকে থাকতে দেওয়া হত না।তিনি আবার প্রমান করে দিলেন স্বাস্থ্যসাথী কতটা কার্যকরি হতে চলেছে রাজ্যের মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *