প্রথম বছর বিধায়ক ফিরদৌসী বসন্ত উৎসবের মধ্যে দিয়ে উড়িয়ে দিলেন রঙিন ঐক্যের বার্তা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৯ই মার্চ ২০২০ : প্রয়ি বছর বসন্ত উৎসব আসে, আর সেই বসন্ত উৎসবে নিজের মত করেই বিভিন্ন ওয়ার্ডে নিজে উপস্থিত থেকে আবার নিজের বাড়িতে পালন করতেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম। কিন্তু এবছর কামালগাজী স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রথমবার বসন্ত উৎসবের আয়োজন করলেন যা সকলকে তাক লাগিয়ে দিয়ে তৈরি করল ঐক্যের বন্ধন। দলীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন নবীন ও প্রবীণদের নিয়ে একসাথে চলতে, জনসংযোগ তৈরি করতে তাই বসন্ত উৎসবের সকালে কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে নাচে, গানে, রঙে মেতে উঠেছিল সোনারপুর উত্তরের রাজপুর সোনারপুর পৌরসভার ১৭টি ওয়ার্ডের বাসিন্দা, দলীয় কর্মী থেকে জনপ্রতিনিধি এবং ৫টা পঞ্চায়েতের সব মানুষ এক মহা উৎসবে।সকলের একরঙা হলুদ পাঞ্জাবিতে শুধু যে দেখতে ভাল লাগছিল তা নয়, নিজেদের মধ্যে এক ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছিল। মাঠে উপস্থিত ছিল জাপান, ইতালি, জার্মানির বিদেশীরা, তারাও বেশ আনন্দের সাথে এই বসন্ত উৎসবে মুখরিত হয়ে অংশগ্রহণ করেছিলেন।জনপ্রতিনিধিদের সবারই নিজের এলাকায় বসন্ত উৎসবের অনুষ্ঠান থাকলেও সকাল ৭টায় মাঠে উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন পাপাই দত্ত, পিন্টু দেবনাথ, সমরজিত ব্যানার্জি, বিশ্বজিত দাস, অশোকা মির্ধা, নমিতা দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, গণেশ প্রসাদ, ইসরাফিল লস্কর, অরিন্দম দত্ত, জয়ন্ত সেনগুপ্ত সহ অনেকে।সব মিলিয়ে আজ সকাল থেকে স্পোর্টস কমপ্লেক্স মাঠ হয়ে উঠেছিল বর্ণময়। এই আয়োজনের মূল উদ্যোক্তা যিনি সোনারপুরে তৃণমূল সংগঠনকে কড়া প্রহরীর মত আগলে রেখেছেন নজরুল আলি মন্ডল।
সামনে ২০২০ সালে পৌর নির্বাচন, ২০২১ সালে বিধানসভা নির্বাচন, তার আগেই সোনারপুর উত্তর বিধানসভার সংগঠনকে ফের একবার চাঙ্গা করে দিল এই বসন্ত উৎসব। দলের নেতা কর্মীদের মধ্যে যদি কোন দুরত্ব, ভাদাভেদ সমস্যার সৃষ্টি করছিল সবটাই এই উৎসবে বিলীন হয়ে গেল।ছবি : সৌমিত্র কর।