প্রথম পাতা

করোনা নিয়ে চাঞ্চল্য তথ্যঃ করোনার জীবানু বাতাসে ১৩ ফুট উড়তে পারে এবং জুতোর সোল বাহক

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই এপ্রিল ২০২০ : করোনা যখন প্রথম আক্রমণ শুরু করে তখন দেখা গিয়েছিল করোনা বাতাসে নয় মাটিতে নিজেকে থাকার জায়গা করেছে কিন্তু তারপর দেখা গেছে কোন মানুষের কাশি বা জ্বর থাকলে তাঁর থুতু ৩ ফুট যেতে পারে। এই কারণে সরকারের তরফে সতর্কতা হিসাবে বলা হয়েছিল একজনের থেকে অন্যজনের দুরত্ব যেন ৩ ফুটের হয়, মানে দুজনের মধ্যে দুরত্ব যেন ৬ ফুটের হয় অর্থাৎ সামাজিক দুরত্ব বা সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখার কথা বলা হয়েছে যা আজও মানতে বলছে সরকার।

কিন্তু পরবর্তীতে গবেষকরা করোনার বিভিন্ন তথ্য তুলে আনে। তাঁরা তখন বলেছিলেন করোনা তীব্র গরমে জীবিত থাকবে না। তাই সকলে চরম গরমের দিকে চোখ রেখেছিল। তখন বলা হয়েছিল ৩৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা হলে করোনা আক্রমণ করতে পারবে না। কিন্তু তাও এখন ব্যর্থ হয়ে গেছে। মোটের উপর বেশ কিছু দেশে বর্তমানে গরমের দাবদাহে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না কিন্তু তাতেও সেই সব দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। যার মধ্যে ভারত, পাকিস্থান আছে।

এবার সব থেকে চাঞ্চল্য তথ্য দিলেন গবেষকরা। তাদের তথ্য অনুযায়ী করোনার জীবানু বাতাসে উড়তে পারছে। করোনা জীবানু এখন বাতাসে ১৩-১৫ ফুট পর্যন্ত পাওয়া যাচ্ছে। এরসাথে বলা হয়েছে জুতোর সোল করোনা বাহক হিসাবে কাজ করছে। এছাড়া বিষেশজ্ঞরা জানান, করোনা ভাইরাস বিভিন্ন বস্তুতে নিজেদের বিভিন্ন সময় পর্যন্ত জীবিত থাকছে।সাম্প্রতিক “দ্য নিউ ইংল্যান্ড জারনাল অফ মেডিসিনে” প্রকাশ করা হয়েছে প্লাস্টিক ও স্টিলে করোনা তিনদিন জীবিত থাকতে পারে। সেখানে এমনও বলা হয়েছে কার্ডবোর্ডে করোনা জীবানু জিবিত থাকে একদিন।মাটিতে থুতু পড়লে তা জীবিত থাকতে পারে ১ থেকে ৩ ঘন্টা পর্যন্ত।হাতে এই জীবানু থাকতে পারে ১০ মিনিট তাই বারবার স্যানেটাইজার বা সাবান ব্যবহারের কথা বলা হয়েছিল। গায়ের কাপড়ে এই জীবানু প্রায় ৯ ঘন্টা বেঁচে থাকতে পারে তাই প্রতিবার বাইরে থেকে এসে বস্ত্র ধুয়ে ফেলার কথাও বলা হয়েছে।আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আজ তাদের গবেষণা থেকে জানায় যে এই ভাইরাস বর্তমানে ১৩-১৫ ফুট পর্যন্ত বাতাসে থাকতে পারে।এরপর মানুষ আরও দিশাহারা ও আতঙ্কিত হয়ে পড়ছে।এবার মানুষ যাবে কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *