নৃত্যশ্রী কলাকেন্দ্রের বসন্ত উৎসবে গড়িয়ায় ভোর হতেই রঙের ভেলায় মাতলেন তৃণমূল পৌরমাতা অশোকা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই মার্চ ২০২০ : গোটা রাজ্যে সার্বিক ভাবে বসন্ত উৎসবের রেওয়াজ প্রথমে শুরু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ, তারপর সময়ের কালে ৩৪ বছরের বাম রাজত্বে তা প্রায় বিবর্তনের মধ্যে দিয়ে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভুত মাখা রঙে। কিন্তু ফের সেই সংস্কৃতিকে রাজ্যে ফিরিয়ে আনলেন পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জনপ্রতিনিধিরাও মেতেছেন সেই বসন্ত উৎসবে আবীরের রঙে। রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৌরমাতা অশোকা মির্ধা ভোর হতেই মেতে গেলেন সেই আবীরের ধুলোয়। সবুজ সংঘে এক বর্ণময় অনুষ্ঠানে মাতলেন পৌরমাতা অশোকা। এরপর বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে বসন্ত উৎসবে অংশগ্রহণ করে ফের তাঁর নিজের ওয়ার্ডে ফিরে আসেন।
ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এবং নৃত্যশ্রী কলাকেন্দ্রের সহযোগিতায় কচিকাঁচাদের সাথে প্রভাতফেরীতে পথ পরিক্রমায় যোগ দেন অশোকা। এরপর তাঁর ওয়ার্ডে পাম্প হাউসে ঢালুয়া পাঁচপোঁতা পাম্পহাউস মহিলা অভিবাসী পরিচালিত বসন্ত উৎসবে যোগ দিয়ে ৩নং এবং ২ নং জুড়ে পরিক্রমা করেন অশোকা মির্ধা, সাথে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের পৌরপিতা অমরেশ সরদার, জয়ন্ত সেনগুপ্ত সহ অনেকে। অশোকা বলেন, মানুষের সাথে এভাবেই নিজেকে মিলিয়ে দেওয়ার স্বাদটা আলাদা।