আমফান ঝড়ে দুর্গতদের পাশে রাজপুর সোনারপুরের ৩৫ নং ওয়ার্ডের জনদরদী দেবাশিস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে মে ২০২০ : আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি এতটাই হয়েছে যা তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে। রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ড এমনিতেই বেশ পিছিয়ে তার উপর আমফানের দাপটে এই ওয়ার্ডের দুঃস্থ ও গরীব পরিবারগুলোর একেবারে দফারফা।রাতের তান্ডবের পর সকালে উঠে মানুষ দিশাহারা ঘর বাড়ি দেখে। কারো টিন বা অ্যাসবেস্টারের ছাদ নেই তো কারো জানালা নেই, আবার কারো বাড়ির সামনের গাছ ভেঙে পড়েছে বাড়ির মূল ফটকে, কারো বাড়ি প্রায় ভেঙে পড়েছে। এছাড়া গোটা ওয়ার্ডের রাস্তা জলমগ্ন অবস্থা। কিন্তু পৌরপিতা গৌরহরি দাসের দেখা পাওয়া যায় নি। ওয়ার্ডের মানুষের বাড়িতে তখন বিদ্যুৎ নেই, নেই জল।
এমন সময় এই ওয়ার্ডের একজন জনদরদী মানুষ রাস্তায় নেমে পড়লেন হাতে একটা প্যাকেট নিয়ে। প্যাকেটে থাক থাক বিস্কুটের প্যাকেট।ওয়ার্ডে যেখানে রাস্তায় কচি কাঁচাদের দেখছেন প্যাকেট থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে হাতে ধরিয়ে দিচ্ছেন। শিশু থেকে কচিকাঁচারা খুশি। সকালের ব্রেকফাস্ট যখন প্রায় অনিশ্চিত তখন এই বিস্কুটের প্যাকেট দিয়েছে বিশাল স্বস্তি। ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস দাশ নিজের উদ্যোগে করোনা লকডাউনের সময় মানুষকে যেমন দিয়েছেন খাদ্য সামগ্রী তেমনিই মানুষকে প্রায় ২৫দিন বাড়ি বাড়ি পরিবেশন করেছেন রান্না করা খাবার। এবার আমফানের দুর্জোগে বিস্কুট।সকালে উঠেই বিস্কুটের প্যাকেট হাতে পেয়ে সকলের মুখে ফুটলো হাসি।