প্রথম পাতা

বিদায়ী পৌরমাতা পাপিয়ার উদ্যোগে ইয়াস দুর্যোগের আগে গাছ কাটার প্রস্তুতি

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৬শে মে ২০২১ : একদিকে করোনা মোকাবিলা করতে ওয়ার্ডে জীবানুমুক্ত করতে পাড়ায় পাড়ায় স্যানিটাইজ করা আবার অন্যদিকে “ইয়াস” ঝড়ের মোকাবিলা করতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ও বিপদজনক গাছ কাটার উদ্যোগ নিলেন রাজপুর সোনারপুর পৌরসভার বিদায়ী পৌরমাতা পৌর সমন্বয়ক পাপিয়া হালদার।এরফলে ঝড়ের অতিরিক্ত হাওয়ায় গাছ পড়ে বিপদের আশঙ্কা থেকে মুক্ত হবে ওয়ার্ডবাসীরা। এছাড়াও ওয়ার্ডে ঝড়ের কারণে কোন বাড়ি বা পরিবার ক্ষতিগ্রস্থ হলে তার মোকাবিলা করতে প্রস্তুত পৌর সমন্বয়ক পাপিয়া হালদার। ইতিমধ্যে তিনি বিধায়ক ও নজরুল আলি মন্ডলের সহযোগিতায় নরেন্দ্রপুর থানা ও বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ রেখে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং অতিরিক্ত বৃষ্টির ফলে ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়লে পাম্পিং ব্যবস্থাকে চালু রেখে জল নিকাশির ব্যবস্থা নিয়েছেন।এবার গতবারের আম্ফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে এই দুর্যোগ থেকে নিরাপত্তা দিতে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও তিনি জানান।একইভাবে রাজপুর সোনারপুর পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ডে ইয়াস আসার আগে থেকেই তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছেন নজরুল আলি মন্ডল, সঞ্জিত চ্যাটার্জি, অশোকা মৃধা সহ পঞ্চায়েত অঞ্চলগুলোতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *