প্রথম পাতা

শান্তির খোঁজে “এবং সংস্কৃতি”-র উদ্যোগে শাহাযাদ ফিরদাউসের ৭০ তম জন্মদিবস পালিত হল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২রা মার্চ ২০২০ : গোটা বিশ্বে যেভাবে অশান্তি চলছে, আতঙ্কবাদীদের তান্ডবের ফলে হিংসা, হানাহানি ও খুনোখুনি চলছে তার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি রক্ষার আওয়াজ তুলতে সাম্প্রতিক “এবং সংস্কৃতি”-র উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন সাহিত্যিক শাহাযাদ ফিরদাউস। শাহাযাদ ফিরদাউস একজন বলিষ্ঠ সাহিত্যিক আর অবদান ভোলার নয়। বিশেষ করে বিশ্বে শান্তির বার্তা তাঁর লেখনির মূল ভাবনা।

তিনি তাঁর সারা জীবন সমাজের শান্তি ও সম্প্রীতির পক্ষে নিবেদন করেছেন। তাঁর উল্লেখ্য লেখনির মধ্যে রয়েছে “VYASA”, “MRITYUR JANMO O MRITYU”, “KANANGON”, “LAMED-WAF”, “ATMABIBHAJANER KHELA”, “ANGULIMAAL”, “TATHAGATA”, “MAHABHAR” ইত্যাদি। এই সন্ধ্যায় শাহাযাদ ফিরদাউসের ৭০ তম জন্মদিবস কেক কাটিং-এর মধ্যে দিয়ে পালিত হয়।

তিনি যে শুধুমাত্র সাহিত্যিক তা কিন্তু নয়। তিনি একাধারে সিনেমার নির্দেশনা দিয়েছেন, চিত্রনাট্য লিখেছেন এমনকি গীতিকারও। বিখ্যাত ও বহুচর্চিত এবং জনপ্রিয় বাংলা ছায়াছবি “মনের মানুষ”-এর চিত্রনাট্যকার ও গীতিকার ছিলেন। তিনি একটাই মতাদর্শে বিশ্বাসী “হিংসা নয় শান্তি চাই”।তাঁর জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার পক্ষ ঠেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তাঁর হাতে স্মারক তুলে দেওয়া হয়। এই সন্ধ্যায় শাহাযাদা ফিরদাউসের প্রচুর অনুরাগী তাঁর জন্মদিনে স্বাক্ষী হতে উপস্থিত ছিলেন নিক্কো পার্কের প্রেক্ষাগৃহে।প্রচারে সিলভার স্ক্রিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *