গ্রীনপাক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের অভিনব সরস্বতী পুজোয় উৎসাহে বিধায়ক ফিরদৌসী বেগম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই ফেব্রুয়ারি ২০২০ : সরস্বতী পুজো মানেই স্কুলের কচিকাঁচাদের উৎসবের মেজাজ। একেবারে কচি হলে তো স্কুলে গিয়ে পাত পেড়ে সকলে মিলে ভোগ খাওয়া আর একটু বড় হলে নিজের পছন্দের মানুষকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া। কিন্তু এবার সোনারপুর উত্তর অন্তর্ভুক্ত রাজপুর সোনারপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডে গ্রীনপাক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পুজোয় স্কুলের মধ্যে একটা শিক্ষামুলক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল।
এই প্রদর্শনী উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদগণ।এই প্রদর্শনীর উদ্যগতায় ছিলেন রবীন্দ্র নাথ কর প্রধান শিক্ষক এবং সহযোগিতায় ছিলেন স্কুলের অন্যতম শিক্ষক সৌমিত্র কর।বর্তমানে সৌমিত্র কর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীদের নিয়ে ভবিষ্যতে আরো বড়ো কিছু করার পরিকল্পনা রয়েছে।এবার এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের পরিচিতির জন্য রাখা হয়েছিল পুরানো দিনের বহু ধরনের বিলুপ্ত পয়সা ও পুরানো দিনের গানের বিভিন্ন ধরনের রেকর্ড, কলের গান, সিডি ও পেনড্রাইভ।ছিল বিভিন্ন ধরনের জ্যান্ত দেশী ও বিদেশী মাছ ও বিভিন্ন ধরনের গাছ, ফুল ও ফল।প্রদর্শনীতে ছিল একটি কয়লার খনি, দ্বিতীয় হুগলি সেতু ও পিঙ্ক স্টেডিয়াম এর আদলে সব মডেল এবং বিবর্তনের মধ্যে দিয়ে আজকের পেন। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের হাতের কাজ ও আঁকাও প্রদর্শীত হয়।বিধায়ক উদ্বোধনের পর গোটা প্রদর্শনী ঘুরে দেখেন।
বিধায়ক ফিরদৌসী বেগম বলেন এধরনের প্রদর্শনী সত্যিই খুবই প্রশংসার কারণ আজকের শিশুরা আগেকার দিনের অনেক কিছু দেখে নি বা জানে না। নতুন প্রজন্মের শিশুদের কাছে এই ধরনের একটা প্রদর্শনী খুবই উৎসাহের ও শিক্ষামূলক হয়ে উঠবে। শুধু পুথিগত শিক্ষা দিয়ে হয় না, বাস্তব শিক্ষারও প্রয়োজন আছে।এই ধরনের প্রদর্শনীর ফলে শিশুদের মানসিক ও বাহ্যিক বিকাশ ঘটে।