You cannot copy content of this page. This is the right with takmaa only

এক নতুন আঙ্গিকে উদ্বোধন হল গড়িয়া স্টেশন হকার্সবৃন্দের গনেশ পুজোয় তারকার হাট

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা সেপ্টেম্বর ২০১৯ : গড়িয়া স্টেশন হকার্সবৃন্দের গনেশ পুজো প্রতিবছরের মত এবছরও একটা নতুনত্ব দিয়ে শুরু হল।এবছর এই পুজো ৮ম বছরে পা দিল। এবছর এই পুজোর সূচনা হয় কচিকাঁচাদের দিয়ে। প্রথমদিন ছিল ২ থেকে ৪ বছর বয়স

পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা। কিন্তু তারপর ছিল আসল চমক। এই পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শ্রমিক আই এন টি টি ইউ সি নেত্রী ও সভাপতি দোলা সেন, সোনারপুর উত্তলর বিধানসভার সাংগঠনিক নেতা ও রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, বিধায়ক ফিরদৌসী বেগম, দঃ ২৪ পরগণা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, কলকাতা কর্পোরেশনের ১০৯ নং ওয়ার্ডের পৌরমাতা

অনন্যা ব্যানার্জি, ১১১ নং ওয়ার্ডের পুরপিতা অরূপ চক্রবর্তী, রাজ্য দর্জি অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি পল্টু কুমার, বোড়াল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই কর্মকার, শিক্ষক ডঃ নির্মল করণ, অম্লান লাহিড়ি, গড়িয়া ট্যাক্সি সংগঠন নেতা গনেশ প্রসাদ, তপন মন্ডল সহ অনেকে। এই পুজোর প্রধান উদ্যোক্তা গড়িয়া স্টেশন আই এন টি টি ইউ সি-র আহ্বায়ক পিন্টু দেবনাথ ও গড়িয়া স্টেশন

হকার্সবৃন্দের সভাপতি শ্রীমন্ত নস্কর সহ হকার্স ইউনিয়নের সকল সদস্য ও এলাকার নাগরিকগণ। তবে বিশেষ আকর্ষণ ছিল টলিউড নায়িকা তুর্নি ও মৌবনী এবং সাথে রং লাগিয়েছেন বর্তমান মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক গুরবিন্দর সিং-এর উপস্থিতি। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য রাখেন দোলা সেন, ফিরদৌসী বেগম, শক্তিপদ মন্ডল, নজরুল আলি মন্ডল।সকলের বক্তব্যে ছিল দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী জনসংযোগের বার্তা।এই মঞ্চকে একপ্রকার বলা যেতে পারে সকলে “দিদিকে বলো” কর্মসূচী হিসেবে ব্যবহার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *