প্রথম পাতারাজনীতি

অনেক সহ্য করেছি, আর নয়, সোনারপুর দক্ষিণে কোন তোলাবাজি, হুমকি জুলুমবাজি চলবে না : লাভলী

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৯ই জুলাই ২০২১ : সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডে শিশুদের খাদ্য শিবির অনুষ্ঠানকে ঘিরে বেশ উত্তেজনা তৈরি হয়। অনুষ্ঠানের আগের রাতে অনুষ্ঠানের ব্যানার ও স্টেজে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিধায়ক লাভলী মৈত্রের সহযোগিতায় এলাকার তৃনমূল কর্মী ও নেতৃত্বরা সেই আগুন নিভিয়ে রাতারাতি ফের মঞ্চ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক লাভলী বলেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কাল থেকে অনেক সমালোচনা, মন্তব্য সহ্য করেছি। আর সহ্য করবো না। এবার আমাদের সকলের অভিভাবক মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির গায়ে আগুন দেওয়া হয়েছে।ব্যানারে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও শুভাশিস চক্রবর্তী-র ছবি দেওয়া ছিল, সেই ব্যানারে আগুন দেওয়া মানে দলের অসম্মান করা। এটা বিজেপি করতে পারে না কারণ তাদের এত সাহস হবে না। যারা তৃণমূলের মুখোশের আড়ালে রাতের অন্ধকারে সমাজবিরোধী কাজ চালাচ্ছে এটা তাদের কাজ। কারা করেছে আমরা তাদের সনাক্ত করেছি, থানায় তাদের নামে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

আমি এই মঞ্চ থেকে একটা কথা পরিস্কার করে বলে যেতে চাই, সোনারপুর দক্ষিনে কোন তোলাবাজি, কোন হুমকি, চমকানো, জুলুমবাজি হতে দেব না। রাস্তায় মুরগির গাড়ি আটকে পয়সা তোলার দিন শেষ হয়ে গেছে। ব্যবসায়ীদের চমকে দলের নাম করে টাকা আদায় আর হবে না। সাধারণ মানুষের থেকে আর জুলুমবাজি করে টাকা আদায় করা যাবে না। প্রয়োজনে এর বিরুদ্ধে যতদূর যেতে হয় আমি যেতে প্রস্তুত। আমি এদের নির্বাচনের আগে চিহ্নিত করতে পারি নি, যদি তখন চিহ্নিত করতে পারতাম তো তখনই ছুঁড়ে ফেলে দিতাম। এবার রাজপুর সোনারপুর পৌরসভার ১৮টা ওয়ার্ডে নতুন করে নেতৃত্ব চিহ্নিত করা হবে। তাদের হাতে ওয়ার্ডের দায়িত্ব তুলে দেওয়া হবে। যারা এতদিন দায়িত্ব নিয়ে দলের সর্বনাস করেছে আর তাদের প্রয়োজন নেই।

https://www.facebook.com/takmaanewz/videos/962968054537319/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *