প্রথম পাতা

সোনারপুরের ওয়ার্ড বিন্যাসের পর চূরান্ত ওয়ার্ড বিন্যাসের তালিকা প্রকাশিত হল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১১ই ফেব্রুয়ারি ২০২০ : সোনারপুর অঞ্চলে দুটো বিধানসভা অবস্থিত কিন্তু পৌরসভা একটাই, রাজপুর সোনারপুর পৌরসভা। ২০২০ সালে রাজ্যে অন্যান্য পৌরসভা নির্বাচনের সাথে এই পৌরসভাতেও একই সাথে নির্বাচন হবে। প্রথমদফার ওয়ার্ড বিন্যাসের খসরা তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকা ঘোষণা করেন দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক পি উলগানাথন। ১০ই ফেব্রুয়ারি ছিল তার চূরান্ত তালিকা ঘোষণা।কোন ওয়ার্ডের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তা শুনে সেই তালিকা পরিবর্তন করার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই চূরান্ত তালিকা অনুযায়ী রাজপুর সোনারপুর পৌরসভার ওয়ার্ড বিন্যাস অনুযায়ী সোনারপুর উত্তর বিধানসভার ১৭টা ওয়ার্ডে সাধারণ মহিলা হয়েছে ২, ৬, ২৯ ও ৩৩ নং ওয়ার্ড। তপসিলি জাতি (মহিলা) হয়েছে শুধুমাত্র ৫ নং ওয়ার্ড।তপসিলি সাধারণের জন্য সংরক্ষিত হয়েছে ৩২ নং ওয়ার্ড এবং শুধুমাত্র সাধারণের জন্য হয়েছে ১, ৩, ৪, ৭, ৮, ২৭, ২৮, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড। এবার তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসের চূরান্ত প্রার্থী তালিকা প্রকাশের জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। আশা করা যাচ্ছে প্রথমে কলকাতা পৌরনিগমের প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যের সব পৌরসভাগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।তবে এবারের নির্বাচনেও গত নির্বাচনগুলোর মতই তৃণমূল ও বিজেপির মধ্যেই প্রধান লড়াই হবে। কিছু জায়গায় সিপিএম ও কংগ্রেস লড়াই-এ সামিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *