আদিবাসী দিবসে খেয়াদহে বিধায়ক ফিরদৌসী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই আগস্ট ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী দিবসের কথা মাথায় রেখেই রাজ্যে লকডাউন ঘোষণা করেন নি। তবে রাজ্যে যে শুধু বাঁকুড়া, পুরুলিয়া বা উত্তরবঙ্গেই আদিবাসীদের বাস তা কিন্তু নয়। সোনারপুর উত্তর বিধানসভায় অনেক অঞ্চলেই আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। গতকাল আদিবাসী দিবসে খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েতে স্থানীয় আদিবাসীদের মধ্যে উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, নরেন্দ্রপুর থানার আধিকারিক সুখময় চক্রবর্তী, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান গোরাচাঁদ নস্কর সহ অনেকে।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি আদিবাসী সমাজের সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় কিছু আদিবাসীদের সম্মাননা জানান। এছাড়াও অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে আদিবাসী নৃত্য ও বিভিন্ন প্রতিযোগিতা।