প্রথম পাতা

সাঁই বাবা মন্দিরের উদ্যোগে শান্তনু দাসের ব্যাপস্থাপনায় ও মন্ত্রী শোভনদেবের সহযোগিতায় অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সায়নদেব

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই জুন ২০২০ : করোনা যেভাবে এগিয়ে চলেছে তার সাথে লকডাউন থেকেও আনলক অবস্থা আরও মানুষকে অসহায় করে দিয়েছে। অসহায়তার থেকেও বড় যেটা এখন মানুষকে ভাবাচ্ছে তা হল আতঙ্ক, আক্রান্তের আতঙ্কের সাথে মৃত্যুর আতঙ্ক। এই অবস্থায় সরকারের হয়ে জনপ্রতিনিধি থেকে স্বেচ্ছাসেবক সংস্থাদের উদ্যোগে বেশ কিছু জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করে মানুষকে কিছুটা হলেও চিন্তামুক্ত করছে। কিন্তু সেই মানুষগুলো অসহায় ও দুঃস্থ নিম্নমধ্যবিত্ত কিন্তু প্রকৃত যারা মধ্যবিত্ত তাঁরা তো আর সেই লাইনে দাঁড়াতে পারছে না, গিয়ে বলতেও পারছে না যে তাদেরও দরকার। তাঁরা কি করবে?

আজ দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের লর্ডস-এর মোড়ে সাঁই বাবা মন্দিরের সামনে ৯৩ নং ওয়ার্ডে শান্তনু দাসে ব্যবস্থাপনায় ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর সহযোগিতায় প্রায় ২০০ জনের হাতে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, চা ও সাবান তুলে দেন তৃণমূল যুব নেতা সায়নদেব চ্যাটার্জি।সামাজিক দুরত্ব বজায় রেখেই সকলের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলকে কুপন পদ্ধতিতে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *