করোনার কারণে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে সাহায্যের হাত বাড়ালেন নিবেদিতা
রিয়াঙ্কা দাস, এবিপিতকমা, বরানগর, ২১শে অক্টোবর ২০২০ : পুজো মানুষের কাছে একটি আলাদা রকমের আবেগ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা নিম্নতর হওয়ায় পুজোর আমেজ কিছুটা হলেও দুঃখজনক। তাই এমন অবস্থায় এলাকাবাসী পাশে দাঁড়ালেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসাক।
১৯ শে অক্টোবর কোন এলাকায় নিজের এলাকাবাসীর হাতে মহিলা পুরুষ নির্বিশেষে বস্ত্র তুলে দেন। শিশুদের জন্য ছিল নতুন পুজোর জামা। প্রায় ১০০ জন মানুষের মুখে হাসি ফোটানোর একটি দায়িত্ব পালন করেন কাউন্সিলর নিবেদিতা বসাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অফ চেয়ারম্যানের মেম্বার অমর পাল, ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায়। সকল ব্যক্তি তাদের বক্তব্যের মাধ্যমে মানুষের মনে করোনা সচেতনতা জাগানোর চেষ্টা করেন এবং পূজোর আগাম শুভেচ্ছা বার্তা প্রদান করেন।