প্রথম পাতা

এবার ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসের নাট্যমঞ্চ তৈরি করেছে

অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, কলকাতা, ৮ই অক্টোবর ২০২৫ : বিজেপি শাসিত ত্রিপুরা আজ পরিণত হয়েছে এক সন্ত্রাসের নাট্যমঞ্চে, যেখানে জঙ্গলরাজ-ই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, আর রাজনৈতিক হিংসা পরিণত হয়েছে শাসনের হাতিয়ারে।

গতকাল আগরতলায় যা ঘটেছে, তা সামাজিক ও বিজেপি নামক দলটার রাজনৈতিক অবক্ষয়ের প্রকৃষ্ট উদাহরণ। বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালায়, আর রাজ্য পুলিশ নির্বিকার দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে। বিরোধী স্বর দমন ও গণতন্ত্রকে মুছে ফেলার জন্য এক সুনির্দিষ্ট আতঙ্কের অভিযানের অংশ ছিল এটি।

আজ আমাদের প্রতিনিধি দল — শ্রীমতী প্রতিমা মণ্ডল, শ্রীমতী সায়নী ঘোষ, শ্রীমতী সুস্মিতা দেব, শ্রীমতী বিরবাহা হাঁসদা, শ্রী কুণাল ঘোষ এবং শ্রী সুদীপ রাহা — আগরতলায় পৌঁছে ক্ষতিগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়াবেন, পরিস্থিতির সার্বিক মূল্যায়ন করবেন এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি রাজ্য প্রশাসনের কাছে তুলবেন।

তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, এবং গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, আমরা সেই লড়াই অব্যাহত রেখেছি। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস যতই বাড়ুক না কেন, আমাদের সংকল্পের আগুন নিভিয়ে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *