লকডাউন থাকায় বিশ্ববানী সরকারি স্কুলে সরকারি নির্দেশ মেনে মিড ডে মিলের খাদ্য সামগ্রী অভিভাবকদের তুলে দেওয়া হল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে এপ্রিল ২০২০ : করোনার দয়ায় সারা দেশে লকডাউন হওয়ার ফলে স্কুল কলেজ সব বন্ধ। কিন্তু সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের দেওয়া হয় মিড দে মিল।স্কুল বন্ধ থাকায় সেই মিড ডে মিলও বন্ধ। কিন্তু সরকারি নির্দেশে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। গড়িয়ায় রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডে শ্রীখন্ডা বিশ্ববানী বিদ্যাভবন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নির্দেশ মেনে ১৭ই এপ্রিল গোটা স্কুলকে স্যানিটাইজ করেছেন, ১৮ই এপ্রিল খাদ্য সামগ্রী সংগ্রহ করে ১৯শে এপ্রিল তা প্যাকেট করে ২০শে এপ্রিল তা তুলে দেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে। সেখানেও ছিল সরকারি বিধি নিষেধ।
প্রথমে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস।লাইনে দাঁড়িয়ে থাকা সকল অভিভাবকদের হাতে স্যানিটাইজ করা হয়। এরপর এক এক করে দুদিনে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় প্রায় ৩৪৮ জনের মধ্যে উপস্থিত ৩১৬ জনকে বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস সহ স্বরূপ কুমার সাসমল, কৃষ্ণা মাঝি রায়, অমলেশ ঘোষ, মাধুরী মন্ডল এবং উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা তরুণ কান্তি মন্ডল।