মন্ত্রী থেকে সাধারণ মানুষের জমজমাট পরেশ পালের ইলিশ উৎসব
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৫শে আগস্ট ২০১৯ : ইলিশের স্বাদ আর গন্ধ এমন কোন বাঙালি আছে যার কাছে তা ভাল লাগে না? ঠিক তাই এমন কাউকে বোধহয় হাতে গুনে পাওয়া যায়। প্রতি বছর ইলিশ উৎসবের জমজমাট আয়োজন করেন বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পাল। ঠিক একইভাবে এবছরও ইলিশ উৎসবের আয়োজন করেছেন তিনি। এবছর একেবারে মন্ত্রীর হাট বসে গেছে এই ইলিশ উৎসবে কারণ এখনও কথাও সেভাবে ইলিশ উৎসব শুরু হয় নি। পরেশ পালের ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র সহ মন্ত্রী ফিরাদ হাকিম, শোভনদেব চ্যাটার্জি, ডাঃ নির্মল মাঝি, শশী পাঁজা, ব্রাত্য বসু, বিধায়ক স্বর্ণ কলম সাহা, সাংসদ সুদীপ ব্যানার্জি, মদন মিত্র, সায়নদেব চ্যাটার্জি সহ অনেকে। প্রায় ৩০০০ মানুষের জমায়েত হয় আজকের এই ইলিশ উৎসবে।আর বলতে নেই ইলিশ উৎসব হবে আর বৃষ্টি হবে না তা কখনো হয়? একদিকে যেমন চলছে ইলিশ উৎসব তার সাথে পাল্লা দিয়ে হয়েছে মুশলধারে বৃষ্টি। সব মিলিয়ে একেবারে ইলিশ উৎসব জমে ক্ষির। ছবি : গোপাল দেবনাথ।