প্রথম পাতা

যৌনকর্মী দিয়ে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন দুর্গাপুরে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দূর্গাপুর, ১৭ই আগস্ট ২০২০ : দুর্গাপুরের কাদা রোড সংলগ্ন দুর্বার মহিলা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার এক যৌণ কর্মী। অনুষ্ঠানে দুর্গাপুরের অলভিভা এন্টারটেইনমেন্ট র তরফে এলাকার দুস্থ ১০০ জন মহিলাকে শুকনো খাবারের সমগ্রি তুলে দেওয়া হয়। এরই সঙ্গে আরও দুটি সংস্থা রোটারি ক্লাব দুর্গাপুর এলিট ও হিন্দু উনিটি ক্লাবের সদস্যরাও বিভিন্ন খদ্যো সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্র নাথ দত্ত ,দুর্গাপুর কোর্টের পি পি সৌড়িন দাস, মেন গেট পুলিশ ফারির আধিকারিক সুদীপ্ত পারামানিক, দুর্গাপুর রোটারী এলিট ক্লাবের পুলক বন্দোপাধ্যায়, অরূপ কুমার দাস সহ স্থানীয় হিন্দু ইউনিটি সোশাল সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন ।

দুর্গাপুর রোটারী এলিট ক্লাবের প্রেসিডেন্ট অরূপ কুমার দাস জানা যে তাদের ক্লাবের পক্ষ থেকে বর্তমান লকডাউন এর শুরু থেকে এখনো পর্যন্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়া মানুষের পাশে থেকে তারা বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুর্গাপুরে কাদা রোড অঞ্চলে থাকা এই সকল দুস্থ যৌন কর্মীদের আজ দুর্বিসহ অবস্থা তাই আজ তারা এই অঞ্চলের ১০০ জন মেয়েদের জন্য সামান্য কিছু শুকনো খাবার স্বাধীনতার পূর্ণ দিবসে তুলে দিয়ে তাদের কিছুটা অসুবিধার লাঘব করার যৎসামান্য প্রচেষ্টা করা হল। আগামী দিনে বাকি মেয়েদের জন্যও এই ধরণের আয়োজন তারা করবেন বলে আসা রাখেন । স্বাধীনতার পূর্ণ দিবসে সমাজের প্রকৃত কিছু মানুষের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি বলে জানান অনুষ্ঠানের অন্যতম সহযোগী অলভিভার অর্পিতা সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *