কামারহাটি ক্লাব টাউন গার্ডেনস ওনার্স অ্যাসসিয়েশনের পুজো উদ্বোধন করলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, উঃ ২৪ পরগণা, ৪ঠা অক্টোবর ২০১৯ : কামারহাটিতে অনেক ভাবনার দুর্গা পুজো হয়ে থাকে কিন্তু তার মধ্যে একেবারে ঘরোয়া পরিবেশে কামারহাটি ক্লাব টাউন গার্ডেনস ওনার্স অ্যাসসিয়েশনের পুজো উদ্বোধন করলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল
সাহা। উদ্বোধনে উপস্থিত ছিলেন পুজোর সভাপতি বিশ্বজিত ঘোষ, সম্পাদক কৌশিক মন্ডল, কোষাধ্যক্ষ দীপক আগারওয়াল সহ অনেকে।সামনেই পুরভোট আর তার আগে দুর্গা পুজো জনসংযোগের হাতিয়ার করে নিয়েছেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। প্রচারে লঞ্চার্স।