মহিলা পরিচালিত দূর্গা পুজোর খুঁটি পুজোয় রাজপুর সোনারপুরের অশোকা মৃধা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই জুলাই ২০২০ : একদিকে কোভিড ১৯-এ আতঙ্কিত মানুষ, হাতে পয়সা নেই, রোজগার নেই কিন্তু তাতে শারদীয়া পুজোর কোন বাধা নেই। রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে পাম্প হাউসের মাঠে মহিলা পরিচালিত দূর্গা পুজোর খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা। আদৌ যে এবছর পুজো হওয়ার মত অবস্থা থাকবে তা কারও জানা নেই কিন্তু এই ওয়ার্ডের মহিলারা মনে করছেন পুজোর আগে দেশ থেকে বা রাজ্য থেকে করোনা বিদায় নিতে পারে। সেই আশাই যেন সকলের সত্যিই হয়।খুঁটি পুজো হলেও অধিকাংশের মুখে মাস্ক থাকলেও সামাজিক দুরত্ব মানা হয় নি। এছাড়া এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক ছিল না।