প্রথম পাতা

রাজ্য রাজনীতিতে নতুন চমক দিয়ে উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তৃণমূলের ২টো আসন পেতে চলেছে, বিজেপি ১

করিমপুর বিধানসভায় তৃণমূলের, খড়গপুর আপাতত তৃণমূল এগিয়ে এবং কালিয়াগঞ্জ বিজেপি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৮শে নভেম্বর ২০১৯ : সাম্প্রতিক রাজ্যে তিনটে বিধানসভায় উপনির্বাচন হয়। আজ তার ফলাফলের দিন। দিনের শুরুটা যে সঙ্কেত দিয়েছে তাতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপনির্বাচনের ফলে বাম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে যা অনেকেই ভাবতে পারে নি। একজন পৌরপিতা চিত্তরঞ্জন মন্ডল সকলকে ছাপিয়ে এগিয়ে গিয়ে চমকে দিয়েছেন। কিন্তু এই চিত্তরঞ্জন মণ্ডলকে নিয়ে সকলের মন্তব্য তিনি প্রায় ৯০ বছরের কাছে। তবে এখানে যেটা মূল সমস্যা খরগপুরে রেলের একটা বড় উদপাদনের ক্ষেত্র আর সেই কারখানা বেসরকারিকরণ হতে চলেছে। মানুষ সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তার তাগিদে কি তবে বাম-কংগ্রেস জোটকে বেছে নিয়েছে? কারণ এই আসন আগের নির্বাচনে বিজেপির দখলে ছিল।কিন্তু চিরকালই খড়গপুর কংগ্রেসের গড় বলেই পরিচিত। অন্যদিকে কালিয়াগঞ্জ ও করিমপুরে বিজেপি ও তৃণমূল এগিয়ে। উঃ দিনাজপুরে যে বিজেপি থাবা বসিয়েছে তার আঁচ প্রথম থেকেই দেখা যাচ্ছে। করিমপুর কেন্দ্র আগের নির্বাচনে তৃণমূলের দখলে থাকলেও কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের দখলে। তবে করিমপুরে তৃণমূল অনেকটা এগিয়ে গেছে। এই আসনে তৃণমূল ৪৬৪৩ ভোটে এগিয়ে আর কালিয়াগঞ্জে ১৬০০ ভোটে এগিয়ে বিজেপি। এই ধারা যদি চলতে থাকে তবে বিজেপি, তৃণমূল ও বাম-কংগ্রেস ১টা করে আসন পেতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত ফলটা হয়তো অনেকটা বদলে যেতে পারে কারণ এখনও অনেক গণনা বাকি আছে। খরগপুরে এই মুহুর্ত পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের পর বাম-কং জোট পেয়েছেন ৪০৪৯, বিজেপি পেয়েছেন ৩৫০৫ ও তৃতীয় স্থানে তৃণমূল পেয়েছেন ৩০৮৯।কিন্তু তৃতীয় রাউন্ডের পর বিজেপি ২১১৫ ভোটে এগিয়ে গেছে।চতুর্থ রাউন্ডে বিজেপির জয়ের ব্যবধান মাত্র ৯১৫ ভোট হলেও ৫ম রাউন্ডে তৃণমূল পিছন থেকে এসে অনেকটা এগিয়ে গেছে, তৃণমূল এখানে এখনও পর্যন্ত ১২০০০ ভোটে এগিয়ে গেছে। কালিয়াগঞ্জে দ্বিতীয় রাউন্ডের পর ২৬৩৫ ভোটে বিজেপি এগিয়ে, তৃতীয় রাউন্ডের পর বিজেপি ৫০১৩ ভোটে এগিয়ে।এছাড়া করিমপুরে তৃতীয় রাউন্ডের পর ২৩৫৮৬ ভোটে তৃণমূল সকলকে পিছিয়ে দিয়ে এগিয়ে। কালিয়াগঞ্জে তৃণমূল গড়ে বিজেপি বেশ থাবা বসিয়েছে। এখানে ১০ রাউন্ড গণনা হবে।সেখানে ৫টা রাউন্ডে যে দল এগিয়ে থাকবে তাদের ঝুলিতে আসবে কালিয়াগঞ্জ। শতাংশের হারে খরগপুরে আপাতত বাম-কং জোট ২৭%, তৃণমূল ৩২.২৪% এবং বিজেপি ৩৭.৭৯%। কালিয়াগঞ্জে বিজেপি ৪৭.৯৮%, তৃণমূল ৪০.৪৭% এবং বাম-কং জোট ৭.৫৭%। করিমপুরে প্রথমে ভাবা হয়েছিল বাম-কং জোট একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু এইমুহুর্তে করিমপুর ২ ব্লকে তৃণমূল এগিয়ে থাকলেও রাজনীতিমহল মনে করছে করিমপুর ১ নং ব্লকে গণনা হলে বিজেপি এগিয়ে যাবে।কিন্তু করিমপুরে তৃণমূল যে বড় ব্যবধান নিয়েছে তাতে প্রায় নিশ্চিত করে ফেলেছে। সময় বলবে কোন আসনে কে জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *