প্রথম পাতা

কোভিড সংকটের মধ্যেও মিকি মেটালস লিমিটেড-এর পরিকল্পনা কর্মসংস্থানের এবং সরকারের সহযোগিতায় কম বিদ্যুৎ মাসুল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৫ই নভেম্বর ২০২০ : মিকি মেটালস লিমিটেড-এর প্রোডাক্ট মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি বাজারে আনা হলো আজ একটি প্রেস কনফারেন্স। ব্র্যান্ডের নতুন লোগোর উদ্বোধনও করা হলো আজ ব্র্যান্ড অ্যাম্বাসাডর যীশু সেনগুপ্তর উপস্থিতিতে। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মিকি মেটালস লিমিটেড-এর  চারজন ডিরেক্টর  এস. কে আগারওয়াল, এন.কে আগারওয়াল, সাকেত আগারওয়াল এবং সুমিত আগারওয়াল।

বর্তমানে মিকি মেটালসের ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে বীরভূমে এবং তাদের সম্প্রসারণের পরিকল্পনাওরয়েছে দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায়।বিহার, ঝাড়খন্ড, ঊড়িষ্যা, অসম, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং জম্মু- কাশ্মীরেও পরবর্তী ছয় মাসের মধ্যে সম্প্রসারণ হবে বলে সংস্থার তরফ থেকে  জানানো হয়েছে।অতিমারীর কারণে বহু সংখ্যক কর্মী ছাটাই হয়েছে অনেক  ব্যাবসায়িক ক্ষেত্রেই, কিন্তু তা সত্ত্বেও মিকি মেটালস কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই ভৌগোলিক সম্প্রসারণের মাধ্যমে।

নতুন মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি বারটি বানানো হয়েছে ভূমিকম্প প্রবণ জায়গার জন্য যেগুলি বিশেষত সিসমিক জোনের মধ্যে পরে, কারণ এই বারগুলি নমনীয় হলেও ভঙ্গুর নয় কোনোভাবেই। এই নতুন টিএমটি বারটি আদ্রতা বজায় রেখে ভিতরের স্তরটিকে মরচে পরা থেকে রক্ষা করে।

কোম্পানির ডিরেক্টর সাকেত আগারওয়াল বলেন ” আমাদের নতুন প্রোডাক্টটি শুধুমাত্র গুণমানেই  নয়, বিশ্বাসযোগ্যতাতেও শ্রেঠ।দেশের বিভিন্ন প্রান্তে আমরা পরবর্তী ছ’ মাসের মধ্যে সম্প্রসারণকেই  প্রাধান্য দিচ্ছি। এছাড়া দুর্গাপুরেও আমরা একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরুর পথে।”

কোম্পানির আরও একজন ডিরেক্টর সুমিত আগরওয়াল বলেন যে ” চলতি অতিমারী আমাদের  সজাগ করে তুলেছে বিভিন্ন রকমের সতর্কতার ব্যাপারে।কলকাতা বর্তমানে সিসমিক জোন ৩ ও ৪ এর  আওতায়, তাই প্রাকৃতিক বিপর্যয়ের থেকে নিরাপদ থাকার জন্যই আমরা নতুন মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি বাজারে এনেছি।তিনি আরও জানান এই রাজ্যে মোট ১৩০০ ডিলার আছে।আমাদের টিএমটি রডের দাম বাজার দরের সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে। যদি রাজ্য সরকার আমাদের বিদ্যুতের মাসুল কম করে বা অন্ততঃ দুর্গাপূরের ডিভিসি-র দরের সাথে করতে রাজি হয় তবে আমরা এই রাজ্যে আরও ব্যবসা বৃদ্ধি করবো। শুধু আমরা নই, আমাদের মত আরও শিল্প এই রাজ্যে গড়ে উঠবে। রাজ্য সরকার সহযোগিতা করলে আমরা আমাদের বীরভূমের কারখানার নিজস্ব জমিতে আরও বড় করবো। এতে কর্মসংস্থান হবে প্রায় ১০০০ জনের। ইতিমধ্যে আমরা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জমা দিয়েছি।তাঁদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কারখানা ও রাজ্যে ব্যবসার ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার অভিনেতা যীশু সেনগুপ্ত উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে সংস্থার নতুন পোস্টার লঞ্চ হয়। যীশু তাঁর বক্তব্যে বলেন, আমার সাথে এই সংস্থার অনেকটাই মিল আছে। এই সংস্থা ২৫ বছরের আর আমি অভিনয় করছি ২৩ বছর। এছাড়া আমাদের যেমন জুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় তেমনিই এই সংস্থাও বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের মান ও ব্যবসা পদ্ধতিকে পরিবর্তন করেছে। তাই আজ তাঁরা তাঁদের টিএমটি রডের নাম দিয়েছেন “মিকি পাওয়ার প্লাস”।প্রচারে ক্যানডিড কমিউনিকেশন। ছবি : রাজেন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *