মেয়েদের আত্মরক্ষার জন্য সাংসদ মিমির “শক্তি” প্রকল্প বাস্তবায়িত হল
অমিয় দে, এবিপিতকমা, সোনারপুর, ৩রা মার্চ ২০২০ : সুকন্যার পর শক্তি৷মেয়েদের আত্মরক্ষার জন্য বারুইপুর জেলা পুলিশের সহযোগীতায় নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে এলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ স্কুলের মেয়েরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে তারজন্যই সাংসদের এই উদ্যোগ৷ এই সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করবেন সাংসদ নিজেই৷ রবিবার ঘাসিয়াড়া বিদ্যাপীঠে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খানের উপস্থিতি শুরু হয়ে গেল এই প্রজেক্টের কাজ৷আপাতত সোনারপুর দক্ষিন বিধান সভায় শুরু হলেও আগামীদিনে অন্যান্য জায়গাতেও এই কাজ ছড়িয়ে দেওয়া হবে বলে ঘোষনা করেন সাংসদ মিমি চক্রবর্তী ৷
ইতিমধ্যে সুকন্যা প্রজেক্টের জেরে উপকৄত হচ্ছেন স্কুল ও কলেজের মেয়েরা ৷ ফের শক্তি প্রজেক্ট চালু হওযায় আরও খুশি তারা ৷ এদিনের অনুষ্ঠানে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায়৷ এই প্রজেক্ট বাস্তবায়িত করার জন্য আপ্তসহায়ক অনির্বান ভট্টাচার্যকে ধন্যবাদ জানান সাংসদ মিমি চক্রবর্তী ৷