প্রথম পাতা

উপনির্বাচনে খড়দহের প্রার্থী হলেও ভবানীপুর কেন্দ্রের মানুষের পাশে সবসময় রাজ্যের মন্ত্রী শোভনদেব

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৬ই জুন ২০২১ : শোভনদেব চট্টোপাধ্যায় ২০২১ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর দায়িত্বভার নেন।এর আগে তিনি বিদ্যুৎমন্ত্রী ছিলেন। ২০২১ সালে তৃনমূল দল তৃতীয়বার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়ে সরকার গঠিত হয়। কিন্তু কেন্দ্র বদল হয় মন্ত্রী শোভনদেবের।মমতা ব্যানার্জি নন্দীগ্রাম কেন্দ্র থেকে হেরে যাওয়ার ফলে সেই ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী করা হয় খড়দহ বিধানসভা কেন্দ্রে।

কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় মানুষটি দলের প্রতি আনুগত্য ও ক্রাইসিসে সবসময় দলের পাশে ছিলেন। এবারও তিনি খরদহ কেন্দ্রে যেমন জনসংযোগের কাজ করছেন তেমন একইভাবে ভবানীপুর কেন্দ্রের মানুষের পাশে থাকছেন। সাম্প্রতিক এই কেন্দ্রের হিন্দুস্থান ক্লাবে কোভিডের কারণে বিধি নিষেধ পরিস্থিতিতে এলাকার প্রায় ১০০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি বলেন যতক্ষণ না এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে এবং মমতা ব্যানার্জি জয়ী হচ্ছেন ততক্ষণ আমার বিধায়ক হিসাবে দায়বদ্ধতা থেকেই যাচ্ছে। আমি খুবই আশাবাদী এই কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি অনায়াসে জয়ী হবেন। এটা তারই কেন্দ্র, এখানকার মানুষ তাঁকেই চান কারণ এই কেন্দ্র থেকে জয়ী হয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়ে হ্যাট্রিক করবেন মমতা। গোটা দলের সম্পদ একজনই যার নাম মমতা।তার জন্য সবরকমের ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃনমূল নেতৃত্ব, কর্মী সহ পুত্র তৃনমূল যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সায়নদেব চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *