বারুইপুর জেলা পুলিশকে সাথে নিয়ে করোনা মোকাবিলায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন বিধায়ক ফিরদৌসী, বিলি করলেন ত্রিপল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই জুন ২০২০ : আজ বিশ্ব পরিবেশ দিবস। এমনিতেই করোনার কারণে যে লকডাউন চলছে তাতে পরিবেশ অনেকটা শুদ্ধ হয়েছে কারণ পরিবেশ দূষণ নেই, রাস্তায় সেভাবে গাড়ি চলছে না, কল কারখানা খোলা নেই। তাই পরিবেশও তার ভারসাম্য বজায় রাখতে পারছে। কিন্তু একদিন তো লকডাউন খুলবে, জীবন স্বাভাবিক হবে। সেদিনের কথা চিন্তা করে আজ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম বারুইপুর জেলা পুলিশকে সাথে নিয়ে বাইপাস সংলগ্ন কামালগাজী মোড়, ইলাচি মোড়, পেপসি কারখানা সংলগ্ন, রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ করলেন। শুধু যে পরিবেশ দূষণ রুখতে এই বৃক্ষরোপণ করলেন তা কিন্তু নয়। এই বৃক্ষরোপণের মাধ্যমে করোনা ভাইরাসের মোকাবিলা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পরিবেশ যদি শুদ্ধ হয় তবে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আর এতে বাড়বে ইমিউনিটি পাওয়ার।
এতদিন মানুষ দূষিত বায়ু নিয়ে বেঁচে থাকতো আর এখন পরিবেশ শুদ্ধ হওয়ার ফলে অতিরিক্ত অক্সিজেন লাভ করবে মানুষ তাতে বাড়বে ইমিউনিটি পাওয়ার। এই ইমিউনিটি পাওয়ার করোনা মোকাবিলার প্রধান শক্তি।আজ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিদ মুনির খান (পুলিশ সুপার, বারুইপুর), নির্মল চ্যাটার্জি (ডি এস পি, ট্র্যাফিক), আই সি সোনারপুর সঞ্জীব চ্যাটার্জি, আই সি নরেন্দ্রপুর সুখময় চক্রবর্তী সহ অনেকে। পথচলতি মানুষদের হাতে চারা গাছ তুলে দেন বিধায়ক ফিরদৌসী।
একই দিনে রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নং ওয়ার্ডের আমফান ঘুর্নি ঝড়ে বেশ কিছু দুর্গতদের হাতে ত্রিপল তুলে দেন বিধায়ক ফিরদৌসী বেগম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণ রায়, ব্যোমকেশ কাউল সহ অনেকে।