প্রথম পাতা

সোনারপুর উত্তর বিধানসভার ১৬তম সাংগঠনিক সভায় সাংসদ তহবিলের সাহায্যের কথা বিধায়ক ঘোষণা করলেন

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ : একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে সব জেলায় প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধি ও সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে মাসে একটা করে প্রশাসনিক বৈঠক করছেন ঠিক একইভাবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম গোটা বিধানসভা জুড়ে ১৭টা ওয়ার্ড ও ৫টি পঞ্চায়েতে মাসে একটা করে সাংগঠনিক সভা করছেন। এই সভায় একদিকে থাকছেন জনপ্রতিনিধি, মূল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক নজরুল আলি মণ্ডল এবং বিধায়ক নির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের পর্যবেক্ষকরা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও বলিষ্ঠ করতেই এই পদক্ষেপ নিয়েছেন বিধায়ক ফিরদৌসী বেগম। গোটা রাজ্যে সম্ভবত এই উদ্যোগ কোন বিধায়ক নিয়েছেন বলে জানা নেই, গোটা রাজ্যের কাছে এটা একটা দৃষ্টান্ত। এই ধরনের সভা থেকে যেমন বহু নীতি নির্ধারণ করা হয় পাশাপাশি আলোচনার মাধ্যমে সংগঠনের বহু ভুল ভ্রান্তি উঠে আসে যা আগামীদিনে দল, কর্মী ও নেতৃত্বের সঠিক দিশা দেখিয়ে দিতে সাহায্য করে।

সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার ২নং ওয়ার্ডে হয়ে গেল ১৬তম সাংগঠনিক সভা যেখানে অধিকাংশ পৌর প্রতিনিধি উপস্থিত ছিলেন শুধু দেখা যায় নি পৌর প্রধান ডাঃ পল্লব দাস, ৩নং ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত, ৩১নং ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত দাস, ৩৩ নং ওয়ার্ডের পৌরমাতা সালমা সুলতানা, ৩৪নং ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ দে-কে।

এই সভার মঞ্চ থেকে কর্মী ও নেতৃত্বের উদ্দেশ্যে খুব কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন বিধায়ক ও মূল সংগঠক। এছাড়াও জানানো হয়েছে দলকে চাঙ্গা করতে একেবারে তৃণমূল স্তর থেকে বাছাই পর্ব শুরু হবে। বুথ স্তরে দক্ষ কর্মীদের এলাকার দায়িত্বভার তুলে দেওয়া হবে। বিধায়ক এমনও জানান আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে ব্লক, ওয়ার্ড এবং বিভিন্ন শাখা সংগঠনের তিনজনের নাম প্রস্তাব করার নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত কাজ এগোচ্ছে। এর থেকে পরিষ্কার ২০২৬ সালের নির্বাচনের আগে গোটা রাজ্যে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন খোদ সুপ্রিমো।

এদিনের সভা মঞ্চ থেকে বিধায়ক ফিরদৌসী বেগম বিশেষ এক ঘোষণা করেন। তিনি জানান সোনারপুর উত্তর বিধানসভার ১৭টি ওয়ার্ডে ৪টি করে মিনি মাস্ট বাতিস্তম্ভ সাংসদ তহবিল থেকে অনুমোদন করেছেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ। এই ঘোষণার ফলে কর্মী ও স্থানীয় নেতৃত্বদের মধ্যে খুশির আমেজ দেখা যায়। একদিকে বিধায়ক নিজস্ব ৬০ লাখ টাকার তহবিল যা এবার বেড়ে হয়েছে ৭০ লাখ টাকা ও বিভিন্ন সরকারি দপ্তর থেকে অর্থ অনুমোদন করে উন্নয়ন করছেন তার পাশাপাশি সাংসদের আর্থিক সহায়তা উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *