সোনারপুর উত্তর বিধানসভার আমফান দুর্জোগের খবর নিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৪ঠা জুন ২০২০ : আমফান সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সোনারপুর উত্তর বিধানসভায়। বিশেষ করে এই বিধানসভায় পঞ্চায়েত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয় বলে খবর।আমফান ঘুর্নি ঝড়ের মারাত্মক দাপটে ঘর বাড়ির যেমন ক্ষতি হয়েছে একইভাবে ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিষেবা। সর্বত্র গাছ উপড়ে থাকার ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক ও সি আই সি (যদিও এখন পুর বোর্ড ভেঙে যাওয়ার ফলে তিনি প্রশাসকমন্ডলীর সদস্য) নজরুল আলি মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয় ৫দিন পর।উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত নিজে ফোন করে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের কাছে ক্ষয়ক্ষতির ব্যাপারে সংবাদ নেন এবং উপদেশ দেন বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সাহায্যের জন্য। তিনি নিজে প্রয়োজনীয় দপ্তরে নির্দেশ দেন বিধায়কের সাথে যোগাযোগ করার ব্যাপারে। সেইমত পরের দিন সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা যোগাযোগ করেন।
এরপর জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী নিজে পৌরসভায় এসে নজরুল আলি মন্ডলের থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর নিয়ে যান। তিনি পৌরসভার অফিসে এসে নজরুল আলি মন্ডল ও সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার ও নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তীর সাথে দীর্ঘক্ষন কথা বলেন।নজরুল আলি মন্ডল ও প্রবীর সরকার ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, গড়িয়া আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ, সোনারপুর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি সমরজিত ব্যানার্জি, সোনারপুর জয়হিন্দ বাহিনী সভাপতি বিশ্বজিত দাস (নন্দ), জয়ন্ত সেনগুপ্ত সহ অনেকে।