নবপল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে অনলাইনে অভিনব রবি প্রণাম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৯ই মে ২০২০ : গোটা ভারতবর্ষ এখন করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দী অবস্থায়। একদিকে আক্রান্তের আতঙ্ক অন্যদিকে মৃত্যুর হাতছানি। তার উপর আবার খাদ্যের অভাব। মানুষ সবদিক দিয়ে একেবারে দিশাহারা। তার মধ্যে নিজেদের একটু রিক্রিয়েশন প্রয়োজন। সামনে চলে এল কবিগুরুর জন্মদিন, বাঙালি মন, কবিগুরুর জন্য ব্যাকুল হয়ে ডাক দেয় বারে বারে। সকলেই বাড়িতে বসে পালন করল কবিগুরুর জন্মদিন।সাম্প্রতিক ২৫শে বৈশাখ সন্ধ্যায় নবপল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৯তম জন্ম জয়ন্তী পালনে অন লাইনে ‘কবি প্রণাম’- এর আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে নবপল্লী উন্নয়ন সমিতির সদস্য/সদস্যারা ও সকল পল্লীবাসীগন নিজেদের ঘরে বসে মোবাইল ফোনে যোগদান করেন নিজেদের বিশাদময় জীবনে একটু প্রাণের সঞ্চয় করতে।কেউ আবৃত্তি, কেউ বা গান, কেউ আবার নৃত্য, কেউ বা আলোচনা, বেশ জমে উঠেছিল অনুষ্ঠানটি। তখন কারও মনে করোনা বা লকডাউন কিছুই দাগ কাটতে পারে নি। ঘরে বসেই বাঙালীর প্রাণ পুরুষ রবি ঠাকুরকে এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করে সাংস্কৃতিক বিভাগ নবপল্লী উন্নয়ন সমিতি।