প্রথম পাতা

প্রথমবার কার্নিভ্যালে অংশগ্রহণের আনন্দে মজেছে গোটা গ্রীন পার্ক সার্বজনীন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই অক্টোবর ২০১৯ : প্রথমবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতিবার পুজোর শেষে সেরা পুজোগুলো নিয়ে যে কার্নিভ্যাল হয় তাতে এবছর সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত নরেন্দ্রপুর গ্রীন পার্ক সার্বজনীন তাদের জায়গা করে নিয়েছে।আর সেই সু সংবাদ গোটা নরেন্দ্রপুর তথা গোটা সোনারপুর ছড়িয়ে পড়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের মধ্যে এই পুজো এবং এবার প্রথমবার কার্নিভ্যালে অংশগ্রহণ করার আনন্দে পাড়ার সকল মহিলারা এবার প্রতিমায় বরণ না করতে পারলেও কোন আপসোস ছিল না। তাঁরা সকলেই ঘটে বরণ

করে প্রতিমাকে এবং তারপর নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে। চরম উত্তেজনার মধ্যে দিয়ে ছিল এবারের নরেন্দ্রপুর গ্রীন পার্কের সিঁদুর খেলা। বিকেল থেকেই মহিলারা প্রস্তুতি নিতে শুরু করেছে কার্নিভ্যালে অংশগ্রহণের। এব্যাপারে পুজো সম্পাদক বিশ্বজিত দাস (নন্দ) জানান, এবছর প্রথমবার সুযোগ পাওয়ায় গোটা পাড়ার মহিলা থেকে পুরুষ এবং নতুন প্রজন্ম বেশ উত্তেজিত। আমরা এই ঐতিহ্যকে আগামীদিনেও বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবো। আমাদের জেলা থেকে মাত্র তিনটে পুজো কমিটি সুযোগ পেয়েছে যা আমাদের কাছে একটা ভাগ্য বলে মনে হচ্ছে। এই উৎসাহে আগামী বছর আরও ভাল পুজো করার অঙ্গীকার করছি।আমাদের মূল উৎসাহ ও প্রেরণা বিধায়ক ফিরদৌসী বেগম এবং পুরপিতা তথা সি আই সি নজরুল আলি মন্ডল সাথে আমাদের পাড়ার সকল প্রবীণদের পরামর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *