প্রথম পাতা

সোনারপুর উত্তর বিধানসভায় আমফান দুর্গতদের জন্য পানীয় জলের ব্যবস্থা করলেন নজরুল আলি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে মে ২০২০ : আমফান ঘুর্নিঝড়ের কারণে গোটা সোনারপুরে লন্ডভন্ড হয়ে গেছে ঘর বাড়ি থেকে বিদ্যুতের পোস্ট। এর ফলে গোটা সোনারপুরে মানুষের মধ্যে জলের জন্য হাহাকার পড়ে গেছে। সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত ১৭টা ওয়ার্ডে কোন পৌর প্রতিনিধি নেই। বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভা প্রশাসক দিয়ে চালিত আর সেই প্রশাসকমণ্ডলীর মধ্যে রয়েছেন বিদায়ী চেয়ারম্যান ডাঃ পল্লব দাস ও ৫জন সি আই সি। বিদায়ী বোর্ডে জল দপ্তরের দায়িত্বে ছিলেন সি আই সি নজরুল আলি মন্ডল।

আমফান ঝড়ের পর নজরুল আলি মন্ডল সহ গোটা প্রশাসকমন্ডলী রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টা ওয়ার্ডে বিদ্যুৎ ও জল না থাকার ফলে অসহায় মানুষের পাশে তৎপরতার সাথে কাজ করেছেন। নজরুল আলি মন্ডল নিয়ম করে ১৭টা ওয়ার্ডের যে সমস্ত ওয়ার্ডে এখনও বিদ্যুৎ সংযোগ করা যায় নি সেখানে পানীয় জলের গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছেন। সাম্প্রতিক গড়িয়া ৫ নং ওয়ার্ডের মানুষ বিগত পাঁচদিন ধরে বিনা বিদ্যুতে জীবনযাপন করছেন তাই তিনি সেখানে পৌরসভার পানীয় জলের গাড়ির ব্যবস্থা করেছেন। এছাড়া ডিজিটাল জেনারেটার দিয়ে টাইম কলের পাম্প চালানোর ব্যবস্থাও করেছেন যাতে মানুষ নির্ধারিত সময়ে জল নিতে পারে। মানুষ এই অসহায় সময় জলের ব্যবস্থা হওয়াতে বেশ স্বস্তি পেয়েছে।এব্যাপারে নজরুল আলি মণ্ডলকে ফোন করলে তিনি জানান, মানুষ এই আমফান ঝড়ে যেভাবে অসহায় হয়ে পড়েছে তার উপর বিদ্যুৎ না থাকার ফলে কোথাও জল নেই তাই এই ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে তরুণ কান্তি মণ্ডলকে ফোন করেও পাওয়া যায় নি।তাঁর সাথে কথা বলার পর আমরাও তরুণ কান্তি মণ্ডলকে ফোনে চেষ্টা করি কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল, তখন সময় সকাল ১০টা।পাপাই দত্ত জানান, নজরুল আলি মন্ডলের সহযোগিতায় এই প্রচেষ্টা স্বার্থক হয়েছে। মানুষকে অনুরোধ করেছি সহযোগিতা করার জন্য, আশা করছি কিছুক্ষন সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *