TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিপন্ন উত্তরবঙ্গ’। ১৪ জুলাই রবিবার রাত ১০ টায়।
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, ১৪ই জুলাই ২০২৪ : কেন এই দশা উত্তরবঙ্গের পাহাড় বা সমতলের? কেন বছর বছর বাড়ছে বৃষ্টি? কেন বাড়ছে পাহাড়ে ধস? উত্তরবঙ্গ মানে, পাহাড় কী আর আমাদের বেড়াতে যাওয়ার জায়গা থাকবে না? কী হবে উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দাদের? প্রতি বছর বর্ষা আসা মানেই সিঁদুরে মেঘ দেখবেন তাঁরা? কেন প্রতি বছর বন্যার ছবি দেখছেন উত্তরবঙ্গবাসী? আমরাই কি করলাম উত্তরবঙ্গের এই হাল? সেই উত্তরের সন্ধানে উত্তরবঙ্গের আক্রান্ত অঞ্চলে গিয়ে মানুষের দুঃখ কষ্টের ছবি তুলে আনলো TV9 বাংলা।
সেই বিপন্নতার ছবি ও বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিপন্ন উত্তরবঙ্গ’। ১৪ জুলাই রবিবার রাত ১০ টায়।