মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে রাজপুর সোনারপুরে স্বাধীনতা দিবসে ৫০ জন মহিলাকে গাছে চারা তুলে দিলেন পাপাই দত্ত
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে আগস্ট ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোভিড মোকাবিলার পাশাপাশি আমফানে ক্ষতির কথা মাথায় রেখে ঘোষণা করেছিলেন রাজ্যে ১ লাখ মহিলাকে গাছে চারা বিলির কথা। আর সেই ঘোষণাকে মান্যতা দিয়ে এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের নির্দেশে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রায় ৫০ জন মহিলাকে গাছের চারা বিলি করলেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত। তিনি বলেন, আমফান ঝড়ে যেভাবে অসংখ্য গাছের ক্ষতি হয়েছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। সেই ভারসাম্যকে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন তাঁকে মান্যতা দিয়েই ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ওয়ার্ডের ৫০ জন মহিলা বাসিন্দাকে এই গাছের চারা তুলে দেওয়া হল। ভারসাম্য ফিরে পেতে বেশ কিছুটা সময় লাগবে ঠিকই কিন্তু ফিরবে।