মেদিনীপুরের চন্ডিপুরে মানুষ ক্ষুব্ধ বেহাল রাস্তার জন্য, ক্ষোভ মুখ্যমন্ত্রী নয়, ক্ষোভ আজকের বিজেপিতে যাওয়া সাংসদের উপর
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, পূর্ব মেদিনীপুর, ১৩ই মার্চ ২০২১ : পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ও ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা ধান্যশ্রী কেসি হাই স্কুল থেকে কলাবেড়িয়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা মানুষ চলাচলের অযোগ্য বৃষ্টি হলে মানুষ চলাচল করতে পারে না। কোন মানুষ অসুস্থ হয়ে গেলে স্থানীয় হাসপাতালে দ্রুততার সাথে নিয়ে যাওয়া যায় না তাই ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সাধারণ মানুষের দাবি অনুরোধ আমাদের জন নেত্রী বাংলার অগ্নিকন্যা সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এই রাস্তাটি বাংলার সড়ক যোজনার আওতায় আনা হোক। দ্রুততার সঙ্গে স্থানীয় প্রশাসনের নেতৃত্ব বিধায়কগন নির্বাচনের সময় এসেছে ১০ বছর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এই রাস্তার উপর নির্ভরশীল ৩৫ হাজার মানুষ তাদের জনজীবন বিপন্ন বর্ষাকালে এই রাস্তা পুকুরে পরিণত হয়। কোন ব্যক্তির হাত ভাঙ্গে কোন ব্যক্তির পা ভাঙ্গে এটাই কি উন্নয়ন উন্নয়নের বিন্দুমাত্র দেখা যায় নি।
৩৫০০০ মানুষের চলাচলের এই রাস্তায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয় প্রশাসনের হুঁশ নেই। তাই নেত্রীর কাছে আমাদের বার্তা ৩৫০০০ মানুষ বঞ্চিত কেন নির্বাচনের আগে জবাব চাইছেন এখানকার ২ বিদায়ী বিধায়ক ভগবানপুর বিধানসভার বিধায়ক অর্ধেন্দু মাইতি ও চন্ডিপুর বিধানসভার বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য্য মহাশয় এর কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দশ বছর কেটে গেল এটাই উন্নয়ন। মানুষের ক্ষোভ আজকে যিনি বিধানসভায় নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর বাবা শিশির অধিকারী তিনি এই লোকসভায় সাংসদ ছিলেন, তাঁকে জানিয়েও কোন লাভ হয়নি। মানুষের ক্ষোভ এই রাস্তার বরাদ্দ হওয়া টাকায় অন্য রাস্তা তৈরি হয়েছে।