নির্বাচনের চাপে পেট্রোল-ডিজেলে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ! জেনে নিন প্রতি লিটার দাম কত হচ্ছে
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২১শে মে ২০২২ : চলতি বছর গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা ভোট আর তারপর ২০২৩ সালে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্নাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানায় নির্বাচন। তাই সামনে এতগুলো বিধানসভা নির্বাচনের চাপে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিল। এর ফলে কমতে চলেছে জ্বালানির দাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, পেট্রোলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারের ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। এবং উজ্জ্বলা গ্যাসে ৯ কোটি পরিবার ভর্তুকি পাবে ২০০ টাকা।
ফলে পেট্রোলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা। এবং ডিজেলের ৭ টাকা। একই সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ভারতীয়দের বছরে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করেছে এই জ্বালানি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ তার ফল এলো।
প্রতিদিন যেভাবে জ্বালানির দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের তাই এবার নির্বাচনের ফল খারাপের আশঙ্কা থেকে কেন্দ্রের এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।