সংখ্যালঘু হয়েও নজির, ছট পুজোয় সূর্য মন্দিরের ভিত্তি স্থাপন করবেন পৌরপিতা প্রদীপ রহমান
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৩শে অক্টোবর ২০২১ : নাম প্রদীপ কিন্তু উপাধিটা রহমান, এবার সবটাই পরিস্কার হয়ে গেল যে নামের প্রথমটা হিন্দুর হলেও উপাধিটা কিন্তু মুসলিম সম্প্রদায়। এক কথায় বলা যেতে মুসলিম হলেও হিন্দুদের কথা মাথায় নিয়ে মমতা ব্যানার্জির আদর্শকে করে উন্নয়ন করে চলেছেন বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ রহমান। তিনি যেমন মুসলমানদের জন্য কবরস্থান নির্মান ও সংস্কার করেন পাশাপাশি হিন্দুদের জন্য শিব মন্দির নির্মান থেকে হিন্দুদের সব উৎসবে নিজে সামিল থাকেন।
এবারও আগামীকাল বর্ধমান শহরের একমাত্র নিকাশি নালা বাঁকা নদীর নিকট মা মঙ্গলচন্ডী মন্দিরের কাছে বাঁকা ব্রিজের পাশে ভাতছালা এলাকায় একমাত্র ঘাটে সুর্যদেবতা মন্দিরের ভিত্তি স্থাপন করা হবে বেলা ৩টের সময়। সামনেই ছট পুজো আর এই ছট পুজোয় সূর্যদেবতার আরাধনা করা হয়। তাই এই মন্দিরের ফলে গোটা বর্ধমান শহরের অবাঙ্গালি সম্প্রদায়ের মানুষ এই ঘাটে এসে তাদের আরাধ্য দেবতার আরাধনা করতে পারবে যা একটা নজির।
আগামীকাল এই শুধ মুহুর্তের সূচনা করবেন দক্ষিণ বর্ধমান বিধানসভার বিধায়ক খোকন দাস এবং আরও পৌর প্রতিনিধি থেকে স্থানীয় তৃনমূল নেতৃত্বরা। এই প্রকল্প নিয়ে গতকাল প্রদীপ রহমান অবাঙ্গালি সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক সভা করেন এবং তাদের দীর্ঘদিনের দাবী অনুযায়ী এই মন্দিরের ভিত্তি স্থাপন ও নির্মানে খুশি সকলে।