বারুইপুর সংশোধনাগারে বিক্ষুব্ধ বন্দীরা ৩০জন কর্মী আটক করল
অমিয় দে, এবিপিতকমা, বারুইপুর, ৫ই মার্চ ২০২০ : দফায় দফায় আলোচনা করে সোমবার মধ্যরাত ছাড়িয়ে শেষ পর্যন্ত অচলাবস্থা কাটল বারুইপুর সংশোধনাগারে ৷ ডিজি কারা অরুন গুপ্তা, আইজি দক্ষিনবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীন ত্রিপাঠি ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান দফায় দফায় বন্দীদের সাথে আলোচনা করেন ৷
মোট ৩০জন জেলকর্মীকে আটকেও রাখেন বন্দীরা৷ তাদের অভিযোগ জেল সুপার ও অন্যান্য কর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করছেন৷ জোর করে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ৷ এর প্রতিবাদেই সোমবার বিকেল থেকে ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠেন বন্দীরা৷ এই ঘটনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেল সুপার শ্যামল ভট্টাচার্য৷ তিনি আহত অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি হন। আজও বারাইপুর সংশোধনাগার চত্বর জুড়ে থমথমে পরিবেশ রয়েছে।