করোনার থাবায় দুঃস্থ মানুষের পাশে রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার
অম্বর ভট্টাচার্য, এবপিতকমা, সোনারপুর, ১২ই এপ্রিল ২০২০ : করোনার থাবায় সারা বিশ্বে কান্নার রোল পড়ে গেছে। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অনেক পিছন থেকে আমেরিকা আজ মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় সবার উপরে। সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮, ৩৭, ৩৯১ আর মৃত্যু হয়েছে ১, ১৩,২৭৪ জনের। এই করোনার থাবায় কত মানুষ বেঘর হল, কত পরিবার অসহায় হল, কত শিশু অনাথ হল তাঁর কোন হিসাব নেই। এই মুহুর্ত পর্যন্ত আমেরিকায় আক্রান্ত ৫,৫০,৬৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২১,৬৬৭ জনের। ইতালিতে আক্রান্ত ১,৫৬,৩৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯,৮৯৯ জনের। স্পেনে আক্রান্ত ১,৬৬,০১৯ আর মৃত্যু ১৬,৯৭২। ফ্রান্সে আক্রান্ত ১,৩২, ৫৯১ আর মৃত্যু ১৪,৩৯৩ জন। ইংল্যান্ডে আক্রান্ত ৮৪, ২৭৯ এবং মৃত্যু হয়েছে ১০,৬১২ জনের। এছাড়া আরও প্রচুর দেশ তালিকায় আছে, আমরা শুধু প্রথম ৫টা দেশের পরিসংখ্যান দিলাম মাত্র। এদিকে ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর হার। ইতিমধ্যে ভারতে করোনায় আক্রান্ত ৭৪০৯ এবং মৃত্যু হয়েছে ২৭৩ জনের। দেশে আক্রান্তের নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র ১৭৬১, দিল্লি ১০৬৯, তামিলনাডু ৯৬৯, রাজস্থান ৭০০, তেলেঙ্গানা ৫০৪, মধ্যপ্রদেশ ৫৩২, গুজরাত ৪৩২, অন্ধ্রপ্রদেশ ৩৮১, কেরালা ৩৬৪, কর্নাটক ২১৪, জম্মু কাশ্মীর ২০৭, পশ্চিমবঙ্গ ১৩৪।
এই অবস্থায় বাংলার মানুষ দিশাহারা হয়ে লকডাউন পরিস্থিতিতে বাড়িতে গৃহবন্দি। অনেকের ঘরে খাবার নেই, অর্থ না থাকার ফলে সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর প্রতিনিধিরা লড়াই চালিয়ে যাচ্ছেন এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে।রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার পৌরসভার দেওয়া ৮ বস্তা চাল ও ৫ বস্তা আলু ছাড়াও নিজের উদ্যোগে নিজের ওয়ার্ড অফিস থেকে ওয়ার্ডের প্রচুর দুঃস্থ মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন।ইতিমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রায় ১৫০০ দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছেন।তিনি জানান প্রয়োজনে আরও দেবেন এবং যাদের দেওয়া হয়েছে তাদের বাইরে যদি এমন দুঃস্থ পরিবার থাকে তাদেরও সাহায্য করবেন।