করোনা প্রতিরোধে গড়িয়া স্টেশনে একটা পাড়ার বাসিন্দারা বহিরাগতদের রুখতে রাস্তা বন্ধ করে নজির সৃষ্টি করল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৯শে এপ্রিল ২০২০ : সারা বিশ্ব কাঁপছে এখন এই করোনা মরকে।মহামারী হতে আর বেশি দূরে নেই আমরাও। এছাড়া গড়িয়া স্টেশন সহ সোনারপুর উত্তর বিধানসভার বেশ কিছু এলাকাকে ভালনারেবল (vulnerable) এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে সম্ভাব্য করোনা এলাকা।গড়িয়া স্টেশন এলাকায় মেণ রোডে বহু জায়াগায় নাকা চেকিং বসানো হয়েছে। বেশ কিছু এলাকা সম্পূর্ণ ভাবে সীল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১,৬৪,৪০০ জোন মারা গেছে আর আক্রান্তের সংখ্যা ২৩,৯২,৩১৩। বিশ্বে মৃত্যুর হিসাবে প্রথমদিকে রয়েছে আমেরিকা ৪০,১৩১, ইতালি ২্৬৬০, স্পেন ২০,৪৫৩, ফ্রান্স ১৯,৭১৮, ইংল্যান্ড ১৬,০৬০। পিছন থেকে উঠে আসছে জার্মানি, চীন, ইরান, বেলজিয়াম, নেদারল্যান্ড। ভারত অনেক পিছনে থাকলেও খুব একটা ভালো অবস্থায় নেই। মোট আক্রান্ত ১৭৬১৫ এবং মৃত্যু ৫৫৯। গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫০।
এরকম অবস্থায় কোন এলাকার বাসিন্দাদের না আতঙ্ক হবে।তাই আজ গড়িয়া স্টেশনে রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে নবগ্রামের প্রবেশ মুখের রেলপাড়ার বাসিন্দারা তাদের পাড়ার দুটো প্রবেশ পথ ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে। ব্যারিকেডের গায়ে পোস্টার দেওয়া হয়েছে “বহিরাগতদের প্রবেশ নিষেধ” এবং সাথে সকলকে সতর্কবার্তা দেওয়া হয়েছে “বাড়িতে থাকুন, সুস্থ থাকুন”। এছাড়া এলাকার বাসিন্দারা পাড়ায় যাতে না বাইরের কেউ ঢুকতে পারে তার জন্য পালা করে পাহারার ব্যবস্থা করেছে। তাঁদের সকলের বক্তব্য বাইরের লোকের জন্য আমরা নিজেদের পাড়ার মানুষদের অসুস্থ হতে দেবো না। আমরা চাই এখানে সকলে করোনা মুক্ত জীবনযাপন করুক। যতটা সাবধানতা নিয়ে বাঁচা যায় সেটাই এই এলাকার মানুষের কামনা।প্রশাসনিক নির্দেশে গড়িয়া স্টেশনের কিশান মজদুর বাজার ও সান্ধ্য বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মাছের কাটাও বন্ধ করা হয়েছে প্রশাসন থেকে।
রাজপুর সোনারপুর পৌর এলাকায় কয়েকটি জায়গা (নরেন্দ্রপুর থানা) কাল থেকে সীল হচ্ছে।একঝলকে দেখে নিন।
সম্পূর্ণভাবে সীল
______________
রামকৃষ্ণনগর কালি মন্দির
দোলাপোল বস্তি
কবি নজরুল মেট্রো পোল
রেমেডি হসপিটাল কালভার্ট
নারকেলবাগান রোড কলার পুকুর
আতাবাগান রোড মৈত্রী সঙ্ঘ
আতাবাগান কল্যাণ পরিষদ
ডিজি ভাটা
বোড়াল গার্লস স্কুল
সর্দারপাড়া ওয়ার্ড নং ৩৫
পূর্বাশা পার্ক দোলতলা বাজার
বিজন কানন
উত্তর রানিয়া ব্রতী সঙ্ঘ কালভার্ট
কাঠ পোল
নতুনপল্লী-হরিদেবপুর বর্ডার
ঢালাই ব্রীজ খাল ধার রোড
কবি সুভাষ মেট্রো খেলারাম সরনী শেষ প্রান্ত
প্রামানিক পাড়া
জল পোল মাদার ডেয়ারী
উত্তরপাড়া কেক ফ্যাক্টরি
লালগেট ওয়ার্ড নং ২
গমকল গলি
ড্রপগেট ও নাকা চেকিং
____________________
বোড়াল শ্মশান
মিতালি সঙ্ঘ মাঠ এন্ট্রি পয়েন্ট
ব্রিজি পোল
ঢালাই ব্রিজ
রঙকল চড়কতলা
প্রিমিয়ার ফ্যাক্টরি
পূর্বাশা পার্ক মেনরোড
শীতলা পার্ক বর্ডার
গড়িয়া স্টেশন
শ্রীনগর মা কালী বিল্ডার্স
জলপোল মেনরোড
হাতিবাড়ি মুখ