প্রথম পাতা

বাংলাদেশীদের বেআইনি পাসপোর্ট থেকে আঁধার কার্ড করতে গিয়ে পুলিশের জালে রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের সাধন ও প্রিয়তোষ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে সেপ্টেম্বর ২০১৯ : সাধন মিস্ত্রি ও প্রিয়তোষ মিস্ত্রি দুই ভাই নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকার উদয়ন পল্লীর বাসিন্দা। গত শনিবার ১২ই সেপ্টেম্বর লালবাজারের ERS dept এর পুলিশ তাদের বাড়ি থেকে সন্ধ্যাবেলায় গ্রেপ্তার করে নিয়ে যায় । আদালত তাদেরকে পাঁচ দিনের পুলিশ কাস্টেডিতে নেওয়ার অনুমতি দেয়। অভিযোগ বাংলাদেশের মানুষদের কোনো কাগজ ছাড়া পশ্চিমবঙ্গে নিয়ে আসা এবং আবার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের

বর্ডারের ওপার করে দেওয়ার কাজ করতো তারা দুজনে বেশ মোটা টাকার বিনিময়ে।এছাড়া বাংলাদেশীদের ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, স্কুলের আট ক্লাস পাশ সার্টিফিকেট বানিয়ে পাশপোর্ট বানিয়ে দিতো তারা মোটা টাকার বিনিময়ে ।এরা 1971 সালের পর বাংলাদেশ থেকে এসে তৎকালীন সিপিএম নেতাদের সহযোগিতা নিয়ে নিজেদের সমস্ত ভারতীয় নাগরিক পরিচয়পত্র যোগাড় করে দেয়। রানিয়ার উদয়নপল্লী অঞ্চলে জায়গা কিনে এখন তিনতলা অট্টালিকা বাড়িসহ অনেক জমি করে ফেলে এই সাধন মিস্ত্রি । বর্তমান শাসকদলের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যাবসা আরও ফুলে ফেঁপে ওঠে সাধন মিস্ত্রির । লালবাজারের ERS dept এর সাব ইন্সপেক্টর সুমিত ভট্টাচার্য এই ঘটনার তদন্তের দায়িত্বে নেমেছেন। আগামীকাল শুক্রবার আসামীদের আবার কোর্টে তোলা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *